১ অগস্ট ছিল অভিনেত্রী মেধা শঙ্করের জন্মদিন। 'টুয়েলভথ ফেল' ছবিতে সকলের নজর কেড়েছেন নায়িকা। ২৭ বছর হল তাঁর। এদিন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে আলিবাগে ঘুরে ও নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'এবারের জন্মদিনটা আমার জন্য খুবই বিশেষ। আমরা একটি ভিলা বুক করেছি, সেখানে টেবিল টেনিস, ব্যাডমিন্টন খেলে সময় কাটিয়েছি। সঙ্গে নানা রকমের সুস্বাদু খাবারও খেয়েছি। আমার জন্মদিনের দিন থেকে তিন দিন ধরে এখানে আছি। আমরা মুম্বইয়ের আশেপাশেই সমস্ত আয়োজন করেছি, যাতে অনেকটা সময় থাকতে পারি আর যাতায়াতেও যাতে সময় নষ্ট না হয়। তবে শুধু আমার বন্ধু-বান্ধব ও পরিবার নয় এই উদযাপনে আমার সঙ্গে রয়েছে আমার পোষ্য (কুকুর) লায়লাও।'
তিনি বলেন, 'টুয়েলভথ ফেল আমাকে বড় সাফল্য এনে দিয়েছে। দর্শকরা এই ছবিতে আমার চরিত্রকে খুব পছন্দ করেছেন। তাঁরা মনে করেন আমিও শ্রদ্ধা জোশীর মতোই। তবে আমি শ্রদ্ধার থেকে যে অনেকটা আলাদা তা সকলকে বোঝাতে অনেকটা সময় লেগেছে। ইনস্টাগ্রামেও দর্শকরা আমাকে বলতেন 'আমরা আপনাকে কেবল ওই চরিত্র হিসাবেই দেখতে চাই।' তারপরে আমি সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা সময় নিজেকে সরিয়ে নিয়েছিলাম যাতে আমাকে স্টেরিওটাইপড হতে না হয়।'
আরও পড়ুন: 'বিয়ে যতই সুখের হোক, অন্য মহিলার প্রয়োজন, পরকীয়া নিয়ে বলেই ফেললেন অর্জুন রামপাল
তিনি আরও বলেন 'এবার আমি একটু অন্য রকমের কাজ করতে চাই, তাই সেই ধরনের গল্পওই বেছে নিয়েছি। পাশাপাশি মাথায় রেখেছি সেই চরিত্রটাও আমার কাছে যেন বেশ চ্যালেঞ্জ হয়। আমি যে নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছি তাতে আমি আগের ছবির ইমেজ ভাঙতে চাই। যাতে পরবর্তী ছবিতে কখনওই টাইপ কাস্ট না হতে হয়। তার পাশাপাশি একই সময়ে বিভিন্ন অভিনেতা এবং পরিচালকদের সঙ্গেও কাজ করাও ইচ্ছে আমার রয়েছে। আমি চাই আমার ফিল্মগ্রাফিতে যেন সব ধরণের সিনেমা থাকে। আমি এমন কাজ করতে চাই সেখানে আমার করার মতো কিছু থাকবে। তাছাড়াও বেশ কিছু পরিচালকের সঙ্গেও আমি কাজ করতে চাই। পাশাপাশি চিত্রনাট্যও ভালো হতে হবে।'
আরও পড়ুন: 'কিছুই আসল নয়, সবই নকল…' রিয়েলিটি শোয়ের সত্যতা নিয়ে মুখ খুললেন সুনিধি
'টুয়েলভথ ফেল'-এর জন্য জাতীয় পুরষ্কারের গুঞ্জন প্রসঙ্গে নায়িকা বলনে, 'আমি খুশি যে দর্শকরা আমদের কাজ এত পছন্দ করেছন। আমরা জয়ী হই বা না হই, সকলের এত ভালোবাসা যে পেয়েছি এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। তবে আমি সত্যিই আশা করি আমরা জিতব।'
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'যখন আমরা শুটিং করছিলাম, তখন বিক্রান্তের অভিনয় দেখে আমি বলেছিলাম, আমি আপনার জন্য একটি জাতীয় পুরস্কার ঘোষণা করছি। সেটা যদিও হালকা ভাবে বলে ছিলাম। কিন্তু আমি তখনও অনুভব করেছিলাম যে ছবিটার মধ্যে একটা ম্যাজিক আছে।'