শাহরুখের ‘রইস’ নায়িকা বলিপাড়ার চেনা মুখ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছেন সদ্য দ্বিতীয়বার বিয়ে সারা পাক নায়িকা। ভিডিয়ো পোস্ট করে এক হ্যান্ডসামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। চিনতে পারছেন মাহিরার ডান্স পার্টনারকে?
নাম আজান। ভারতের সঙ্গে গভীর যোগসূত্র রয়েছে এই পাক তারকার। আজানের বাবা বলিউডের নামী গায়ক, মায়ের একটা সময় বলিউডে ছিল নিত্য আনাগোনা ছিল। হ্যাঁ, আজান আর কেউ নন আদনান সামি এবং তাঁর প্রথম স্ত্রী জেবা বক্তিয়ারের পুত্র।
আদনান সামির ছেলে আজানের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে মাহিরার। আজানের ৩১ তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে তার সাথে একটি বিশেষ স্মৃতি ভাগ করে নিয়েছেন ফাওয়াদের হামসফর নায়িকা।
জেবা বক্তিয়ার পাকিস্তানের শোবিজ দুনিয়ার সুপরিচিত এক নাম। পেশাগত ক্ষেত্রে সাফল্য এলেও জেবার ব্যক্তিজীবন উঠাপড়ায় ভরপুর। চারবার বিয়ে করেও দাম্পত্য জীবনে সুখী হননি রাজ কাপুরের ‘হিনা’ নায়িকা।
ঋষি কাপুরের এই কোস্টার আশির দশকের শেষে জাভেদ জাফরিকে বিয়ে করেছিলেন। কিন্তু এক বছরও টেকেনি বিয়ে। তৃতীয় বার গায়ক আদনান সামির প্রেমে পড়েন জেবা। ১৯৯৩ সালে নিকাহ সারেন তাঁরা। আদনান ও জেবার একমাত্র পুত্র আজান সামি খান। কিন্তু তিন বছর পরেই ভেঙে যায় জেবার তৃতীয় বিয়ে। তবে ছেলে তাঁর সঙ্গেই রয়ে যায় ডিভোর্সের পর।
মাহিরা ইনস্টাগ্রাম স্টোরিতে বিটিএস ভিডিওটি শেয়ার করেছেন যেখানে তাদের তু গানে নাচতে দেখা গেছে। দুজনের রসায়ন রীতিমতো নজরকাড়া। মাহিরা আজানের সঙ্গে একটি সেলফিও পোস্ট করেছেন এবং যেখানে তাকে আজানের সাথে উষ্ণ আলিঙ্গন ভাগ করে নিতে দেখা গেছে।
আজানের জন্য তাঁর বার্তা, ‘আমার প্রিয় আজান আমাদের যা আছে তা যেন আমরা পেতে থাকি এবং আরও, আরও, আরও। আরও জাদু, আরও ভালবাসা এবং আরও সংগীত .. ইনশাল্লাহ। আমি তোমাকে ভালোবাসি। এবং আল্লাহর কাছে প্রার্থনা তাড়াতাড়ি তুম গ্র্যামির মনোনয়ন পাও ... আমি অপেক্ষা করছি। শুভ জন্মদিন।’
তু ছাড়াও মাহিরা এর আগে সুপারস্টার সিনেমার জন্য আজানের সঙ্গে কাজ করেছিলেন, ছবির সংগীত পরিচালনা করেছিলেন আজান।
জেবার মতোই আদনানেরও চারটে বিয়ে। দ্বিতীয় স্ত্রী সাবা গলাদ্রিকে দু'বার বিয়ে করেন আদনান। সেই বিয়ে ভাঙে ২০০৪ সালে। এরপর রোয়া ফারয়াবিকে বিয়ে করেন আদনান। তাঁদের একটি কন্যা সন্তান আছে।