বাংলা নিউজ > বায়োস্কোপ > মমতার দুয়ারে ‘বাচ্চার মতো’ ফুঁপিয়ে কান্না! চিনুন জুনিয়র ডাক্তার অমৃতাকে,লড়াইকে কুর্নিশ বিরসার

মমতার দুয়ারে ‘বাচ্চার মতো’ ফুঁপিয়ে কান্না! চিনুন জুনিয়র ডাক্তার অমৃতাকে,লড়াইকে কুর্নিশ বিরসার

মমতার দুয়ারে ফুঁপিয়ে কান্না! চিনুন জুনিয়র ডাক্তার অমৃতাকে,লড়াইকে কুর্নিশ বিরসার

বিবেকানন্দ ইনস্টিটিউড অফ মেডিক্যাল সায়েন্সের এএনটি বিভাগের জুনিয়র রেসিডেন্ট অমৃতা ভট্টাচার্য। শনিবার রাতে মমতার কালীঘাটের বাড়ির সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। তবে ‘বিচার না পেলে ময়দান ছাড়ছি না’, অঙ্গীকার তাঁর।

আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস খুন ও হত্যার ঘটনার পর ৩৬ দিন অতিক্রান্ত। বিচার চেয়ে টানা ৬ দিন ধরে রাস্তায় বৃষ্টি মাথায় নিয়ে বসে রয়েছে জুনিয়র ডাক্তাররা। অনেক আশা নিয়ে শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে পৌঁছেছিল আন্দোলনকারীদের ৩০ জনের প্রতিনিধি দল। ভিডিয়ো নিয়ে জটের পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পরে তাঁরা হতাশায় ভেঙে পড়েন। আরও পড়ুন-সহযোদ্ধাকে জড়িয়ে হাউ হাউ করে কান্না কিঞ্জলের! জোর হাতে বললেন-'চেয়ার চাই না, বিচার চাই'

মমতার কালীঘাটের বাড়ির সামনেই সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। যার মধ্যে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখা গিয়েছিল এক মহিলা চিকিৎসকে। তাঁকে কান্নায় ভেঙে পড়ে বলতে শোনা গিয়েছিল- ‘আমাদের মুখের উপর দিয়ে ওঁনারা গাড়ি নিয়ে চলে গেলেন। যখন আমরা মিনিটস-টুকু নিয়ে ভিতরে যেতে চাইলাম, ওঁনারা মুখের উপর দরজা বন্ধ করে দিলেন, বললেন যে বাস ডেকে দিচ্ছি, তোমারা চলে যাও… ম্যাডামের রেসপেক্টটা রেখে আমরা সব কিছু মানতে রাজি ছিলাম…।’ তাঁর কান্না দেখে চোখের কোণ ভিজেছে গোটা বাংলার। কে এই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক?

রবিবার তাঁর সঙ্গে পরিচয় করালেন পরিচালক বিরসা দাশগুপ্ত। পরিচালকের চোখে বাস্তব জীবনের সুপারহিরো তিনি। এই চিকিৎসকের নাম ডাঃ অমৃতা ভট্টাচার্য। বিবেকানন্দ ইনস্টিটিউড অফ মেডিক্যাল সায়েন্সের এএনটি বিভাগের জুনিয়র রেসিডেন্ট তিনি।

বিরসা লেখেন, ‘গত রাতে ডাঃ অমৃতা ভট্টাচার্য একজন বাচ্চার মতো ফুঁপিয়ে কেঁদেছেন। কিন্তু তিনি সুপার স্ট্রং, অন্য সকল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মতোই। সামনে যাই আসুক না কেন, তাঁরা সুবিচারের দাবিতে এই লড়াই চালিয়ে যাবেন।’ এরপর অমৃতার ভিডিয়ো বার্তা মন দিয়ে শোনার অনুরোধ করেন বিরসা।

অমৃতাকে বলতে শোনা গেল, ‘আমাদের কলিগ, আমাদের দিদির সঙ্গে যে জঘন্য অপরাধ ঘটেছে, তার প্রতিবাদে সুবিচারের দাবিতে আমরা পথে নেমেছি। শুধু আমি একা নয়, আপনারা সকলে এই লড়াইয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। স্বাস্থ্যভবনের সামনের রাস্তায় বসে আমরা শুধুই বিচার চেয়ে চলেছি। আমরা শুধু একটা সহজ অনুরোধ রেখেছিলাম, লাইভ স্ট্রিমিং-এর। কিন্তু একটা নোংরা রাজনীতির খেলা চলছে, যদিও প্রথম দিন থেকে আমরা বলে আসছি আমাদের এই আন্দোলনে কোনও রাজনীতির রং নেই। আমরা শুধুই বিচার চাই। আমরা এখানে আছি, আমরা শুধুই বিচার চাইছি, আপনাদের সমর্থন রয়েছে বলেই আমরা এখানে টিকে থাকতে পেরেছি। চলুন এই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাই, যতক্ষণ না পর্যন্ত বিচার মিলছে। আমরা রাস্তাতেই থাকব, এবং লড়তে থাকব’।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

বিরাট সাফল্য! ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর হাতে খতম অন্তত ৩০ মাওবাদী পুজোর দিনেও বাড়ির আনাচে কানাচে পিঁপড়ের উৎপাত? রেহাই দেবে এই সহজ ঘরোয়া উপায় রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ‘রক্তের ফোয়ারা দেখলাম...’ নিজের দুর্ঘটনা ঠিক কেমন ছিল? কী বললেন গোবিন্দা স্বয়ং? হুমকি চিঠি পেয়ে দুর্গাপুজো বাতিল করছেন বাংলাদেশি হিন্দুরা, ভারতের বার্তা... পুজো উদ্বোধনে গিয়ে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, দর্শক সুদীপার ছেলে,কী বলছে নেটপাড়া? অনিয়মিত তো বটেই, নিয়মিত পিরিয়ড হলেও হতে পারে PCOD, কী করবেন তাহলে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.