বাংলা নিউজ > বায়োস্কোপ > Amitabh Bachchan: পাঁজরের চোট সারেনি! 'প্রোজেক্ট কে'-র সেটে এখনই ফেরা হচ্ছে না অমিতাভের

Amitabh Bachchan: পাঁজরের চোট সারেনি! 'প্রোজেক্ট কে'-র সেটে এখনই ফেরা হচ্ছে না অমিতাভের

অমিতাভ বচ্চন  (PTI)

Amitabh Bachchan health Update: খুব ধীর গতিতে সারছে চোট, সম্প্রতি বিজ্ঞাপনী শ্যুট সারলেও ফিল্মের শ্যুটিংয়ে এখনই ফিরতে পারবেন না মেগাস্টার। 

অমিতাভ ভক্তদের জন্য খারাপ খবর! পাঁজরের চোটের যন্ত্রণায় এখনও কাবু মেগাস্টার। মার্চের শুরুতেই ‘প্রোজেক্ট কে’ ছবির শ্যুটিংয়ে পাঁজরের কার্টিলেজ ভাঙেন অমিতাভ। সঙ্গে ডান দিকের পাঁজরের একটি পেশি ছিঁড়ে যায়। চিন্তায় ঘুম উড়ে যায় অমিতাভ-ভক্তদের। তাঁর দ্রুত আরোগ্য কামনা শুরু করেন সকলেই। চোট পেয়ে হায়দরাবাদ থেকে মুম্বই ফিরে আসেন অভিনেতা। আপতত বিশ্রামে রয়েছেন বিগ বি। এর মাঝেই নিজের ব্লগে সুখবর দিয়েছিলেন তারকা, জানিয়েছিলেন শ্যুটিংয়ে ফিরছেন তিনি। একটি বিজ্ঞাপনী শ্যুটের জন্য ‘জলসা’র বাইরে পা রাখেন অমিতাভ। জানান, ‘কাজে ফিরলাম। একটু খুঁড়িয়ে চলছি, সঙ্গে হাতে স্লিং ঝুলছে। তবে এগিয়ে চলছি’। 

পরিবারের যত্ন আর চিকিৎসদের পরামর্শ মেনে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন অমিতাভ। তবে ফের একবার বিরতি নিচ্ছেন বিগ বি। এখনই ছবির শ্যুটিংয়ে দেখা যাবে না তাঁকে। কিন্তু হলটা কী? কেন বিজ্ঞাপনের শ্যুটিং সারলেও এখনই ‘প্রোজেক্ট কে’-র সেটে ফিরবেন না অভিনেতা? জানা যাচ্ছে, প্রবীণ তারকার শরীর এখনও সেরে ওঠেনি। এক বচ্চন ঘনিষ্ঠ ই-টাইমসকে জানান, ‘বচ্চন সাহাব শীঘ্রই নর্ম্যাল শ্যুটিংয়ে ফিরতে চান, কিন্তু খুব ধীর গতিতে উনি সুস্থ হচ্ছেন। এই বয়সে কোনওরকম রিস্ক নেওয়া সম্ভব নয়’। হ্যাঁ, অমিতাভের বয়সের কথা মাথায় রেখে কোনওরকম ঝুঁকি নেওয়ার সাহস দেখাচ্ছেন না চিকিৎসকরা। এখনও ভাঙা পাঁজরের জন্য স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না অভিনেতা। সে জায়গায় ‘প্রোজেক্ট কে’-র মতো অ্যাকশন ছবির সেটে আপতত পা রাখতে পারবেন না বিগ বি। 

প্রভাস ও দীপিকার পাড়ুকোন অভিনীত ছবি ‘প্রোজেক্ট কে’। এই ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়েই বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে অমিতাভের। গত ৬ই মার্চ অমিতাভের এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। চোট পাওয়ার পর হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অমিতাভকে, সেখানে চিকিৎসার পর মুম্বইয়ে ফেরেন অভিনেতা। শ্যুটিং সেট থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়া ও ব্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন অমিতাভ। দ্রুত সেরে উঠে শ্যুটিং সেটে ফিরুক তাঁদের প্রিয় তারকা, প্রার্থনা অভিনেতা ভক্তদের। 

 

 

বন্ধ করুন