বৃহস্পতিবার রাতে আটক করা হয় হুমায়ূন আহমেদ স্ত্রী মেহের আফরোজ শাওনকে। আটক করা হয় সোহানা সাবাকেও। তাঁদের দুজনের বিরুদ্ধেই ছিল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। তবে শুক্রবার প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: অসমবয়সী প্রেমের গল্পে দিতিপ্রিয়ার বিপরীতে জিতু! ধারাবাহিকের নাম বদলে 'তোমাকে ভালোবেসে' থেকে হল কী?
কী ঘটেছে?
দ্য ডেইলি স্টারকে এদিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনের ডেপুটি কমিশনার তালেবুর রহমান জানিয়েছেন যে বাংলাদেশের দুই খ্যাতনামা অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ আটক করেছিল।
এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছিলেন যে শাওনকে তাঁরা কাস্টডিতে নিয়েছেন কারণ তাঁর বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে। যদিও তিনি এর থেকে বিস্তারিত কিছু জানাননি। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, শাওন কিন্তু কেবল একজন অভিনেত্রী নন তিনি বাংলাদেশ তথা দুই বাংলার অন্যতম জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের স্ত্রীও বটে। শাওনের বাবা মহম্মদ আলি পেশায় একজন আইনজীবী। তিনি বাংলাদেশ বারোতম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছিলেন। অভিনেত্রীর মা তহুরা আলি জাতীয় সংসদে মহিলা রক্ষিত আসনে সদস্য ছিলেন। আওয়ামী লীগের হয়ে একবার প্রার্থী হয়েছিলেন শাওনও।
জানা যায় এদিন অভিনেত্রীর পৈতৃক বাড়ি যেটা জামালপুরের সদর উপজেলায় নরুন্দি রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত সেখানেই সন্ধ্যায় আগুন লাগিয়ে দেওয়া হয়, বৃহস্পতিবার ঢাকার ধানমুন্ডি এলাকা থেকে আটক করা হয় তাঁকে। প্রসঙ্গত বদলের বাংলাদেশে রেহাই পায়নি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়িও। ভাঙচুর চালানো হয়, আগুন লাগিয়ে দেওয়া হয় সেখানে।
আরও পড়ুন: ক্যানসার সহ একাধিক দুরারোগ্য রোগে আক্রান্ত হৃতিকের বোন! রাকেশ বললেন, 'ওই শিখিয়েছে কঠিন সময়ে হাসতে'