সম্প্রতি কলকাতা কনসার্টের আগে কলেজ স্ট্রিটের বিখ্যাত ইন্ডিয়ান কফি হাউজে গিয়েছিলেন দিলজিৎ দোসাঁঝ। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখার পাশাপাশি, কলকাতার এই ঐতিহ্যবাহী স্থান যেতে ভোলেননি তিনি। কফি হাউজের আড্ডা না থাকলেও সেখানে গিয়ে কফি খান পর্দার চমকিলা। তাঁর সেই ছবি ভাইরাল হতেই মিমের বন্যায় ভাসছে নেটপাড়া।
আরও পড়ুন: বক্স অফিসে ভরাডুবি, এদিকে আন্তর্জাতিক স্তরে সম্মানিত পদাতিক! সৃজিতের ছবি পেল কোন কোন তকমা?
কী ঘটেছে?
৩০ নভেম্বর কলকাতায় ছিল দিলজিৎ দোসাঁঝের কলকাতা কনসার্ট। তাঁর দিল ইলিউমিনেটিং ট্যুরের অংশ ছিল এই কনসার্ট। কিন্তু পারফর্ম করার আগে শহরের বিভিন্ন প্রান্ত ঘোরার পাশাপাশি ইন্ডিয়ান কফি হাউজে গিয়েছিলেন যে তিনি সেটার বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যেই একটা ছবি দারুণ ভাইরাল হয়। সেখানেই দেখা যাচ্ছে গায়ক জানলার ধারের একটি টেবিলে বসে হাত জোড় করে। আর তাঁর সামনে কফির কাপ রাখছেন এক কর্মী। এই ছবি এখন মিমে পরিণত হয়েছে। কেন? অনেকেরই ধারণা, ইন্ডিয়ান কফি হাউজ বা বাঙালির খুব কাছের কফি হাউজ ঐতিহ্যবাহী হলেও এখানকার কফি নাকি একেবারেই স্বাদহীন। খাওয়া যায় না!
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'ভাই হাত জোড় করে বলছি এইরকম জঘন্য কফি আর বানাস না। - দিলজিৎ।' আরেকজন লেখেন, 'শুধুমাত্র PR-এর জন্য দিলজিৎকে কফি হাউজের ওই জঘন্য কফিটা খেতে হল, সমস্ত কলকাতাবাসী ও বঙ্গবাসীদের হয়ে দিলজিতের কাছে আমি ক্ষমাপ্রার্থী।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ফেবুতে একটা ছোট্ট ক্লিপ মাঝেমধ্যেই চোখে পড়ে, বুম্বাদা ঋতুপর্ণাকে একটা সিনে বলেছেন তোমার দুধে ভেজাল আছে! ছবিটা দেখে মনে হল দিলজিৎ বোধহয় ঠিক সেই টোনেই বলছেন তোমাদের কফিতে ভেজাল আছে!বুম্বা দা তারপর আর ওই দুধ খেয়েছিলেন কিনা জানি না, তবে দিলজিৎ বোধহয় আর কোনওদিন কফি হাউজের কফি খাওয়ার ভুল করবেন না।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'তাও ভালো ইনফিউশন টা খাইনি।' জবাবে একজন লেখেন, 'ওটা খেলে ভিডিয়োর সাথে এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। গানটা অ্যাড করে দিতো।' কেউ আবার মশকরা করে লেখেন, 'অসাধারণ ট্যালেন্ট এদের বছরের পর বছর ধরে এক স্বাদ বজায় রেখে কফি বানিয়ে চলেছে।'
দিলজিৎ দোসাঁঝের কনসার্ট
কলকাতার কনসার্টের পর এই গোটা ইন্ডিয়া ট্যুরের আরও ৩ টি কনসার্ট বাকি থাকবে। আগামী ৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে শো আছে তাঁর। তারপর ৮ ডিসেম্বর ইন্দোর এবং ১৪ ডিসেম্বর চণ্ডীগড়ে শো আছে। প্রসঙ্গত এদিন দিলজিৎ দোসাঁঝ অভিনীত ছবি অমর সিং চমকিলা একাধিক অ্যাওয়ার্ড পেয়েছে ফিল্মফেয়ার OTT অ্যাওয়ার্ডসে। তিনি নিজে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।