বাংলা নিউজ > বায়োস্কোপ > Mrs: সানিয়ার Mrs. উঠে এসেছে 'বিষাক্ত নারীবাদ'! ‘প্রোপাগান্ডা’ ছবি নিয়ে সরব পুরুষরা, পালটা জবাব মেয়েদের

Mrs: সানিয়ার Mrs. উঠে এসেছে 'বিষাক্ত নারীবাদ'! ‘প্রোপাগান্ডা’ ছবি নিয়ে সরব পুরুষরা, পালটা জবাব মেয়েদের

সানিয়ার Mrs. উঠে এসেছে 'বিষাক্ত নারীবাদ'! ‘প্রোপাগান্ডা’ ছবি নিয়ে সরব পুরুষরা.

কবীর সিং, অ্যানিম্যালের মতো ছবির বিরুদ্ধে উঠেছে উগ্র পৌরুষের আস্ফালনকে তুলে ধরার অভিযোগ, এবার সানিয়া মালহোত্রার ছবি কাঠগড়ায় 'বিষাক্ত নারীবাদ'কে প্রশয় দেওয়ার অভিযোগে। 

সানিয়া মালহোত্রা অভিনীত মিসেস মুক্তির পর থেকেই নেট মাধ্যমে আলোড়ন ফেলেছেন। এই ছবি দেখে অনেক বিবাহিত মেয়েই নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পেয়েছে। বিয়ের পর সংসারের জাঁতাকলে আটকে কেমনভাবে নিজের আশা-আকাঙ্খা, স্বপ্ন-ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করতে হয়েছে, সেই কথা বারবার মনে করিয়েছে এই ছবি। 

একজন উচ্চাকাঙ্ক্ষী নৃত্যশিল্পীর গল্প বলে জিফাইভের এই অরিজিন্যাল ছবি। পুরুষতান্ত্রিক পরিবারে বিয়ে করে আসে রিচা (সানিয়া মালহোত্রা)। গৃহস্থালির কাজ করতে গিয়ে হাঁফিয়ে উঠে সে। শ্বশুরবাড়ির হাজারো নিয়ম-কানুন, সব বিষয়ে শাশুড়ি-শ্বশুরের খুঁত করার স্বভাবের সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে হয় তাঁকে। শ্বশুরবাড়ির বাঁধাধরা নিয়ম তিলে তিলে শেষ করে দেয় তাঁকে। 

 শেষ পর্যন্ত সেই মানসিক অত্যাচারের কড়া জবাব দেয় রিচা, বেছে নেয় নিজের স্বপ্নের উড়ান। তবে পুরুষ অধিকার সংগঠন এসআইএফএফ-সেভ ইন্ডিয়ান ফ্যামিলি ফাউন্ডেশন এই ছবিটির তীব্র সমালোচনা করেছে। পাশাপাশি নেটপাড়াতেও একাধিক পুরুষের তরফে এই ছবি নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। 

পুরুষ সংগঠনের অভিযোগ

পুরুষ অধিকার সংগঠন, এসআইএফএফ লিখেছে কীভাবে পুরুষরা নির্মাণ সাইট, রেল স্টেশন, বিমানবন্দর, কারখানা, আদালত, পুলিশ স্টেশন, রেস্তোঁরা এবং দেশের সীমান্তে ৮-৯ ঘন্টা কাজ করে। এতে আরও বলা হয়, ‘একজন তরুণী বাড়িতে রান্না করছে, বাসন মাজছে এবং শ্বশুরের কাপড় ইস্ত্রি করছে এটা তাঁর জন্য নিপীড়ন।’ একাধিক টুইটে এসআইএফএফ আরও বলেছে, ‘মহিলারা সহজাতভাবে বিশ্বাস করেন যে কর্মক্ষেত্র মানে আরামদায়ক শীততাপ নিয়ন্ত্রিত জায়গা। তারা নির্মাণ সাইটে বা ট্রেন স্টেশন ইত্যাদিতে কাজ সম্ভাব্য কর্মক্ষেত্র হিসাবে বিবেচনা করে না।’

Mrs. পক্ষে সাফাই গেয়েছে সানিয়া-ভক্তরা

ঘরের কাজ করার সময় মহিলারা কী আদেও মানসিক চাপের মধ্য দিয়ে যান? তা নিয়েও প্রশ্ন তুলেছে পুরুষরা। এসআইএফএফ আরও বলেছে যে পুরুষদের কখনই বাড়ির ৫০ শতাংশ কাজ ভাগ করে নেওয়া উচিত নয়। এই পোস্ট নিয়ে বিতর্কে ঝড় নেটমাধ্যমে। এই পোস্টকে অযৌক্তিক এবং মান্ধাতার আমলের মানসিকতা সম্পন্নদের ভাবনা হিসাবেই দাবি করেছেন প্রগতিশীল মহিলারা। একজন লেখেন, 'এটা এতটাই বাজে লেখা পোস্ট যেখানে কোনও গবেষণা হয়নি। মহিলারা নির্মাণ সাইট, স্টেশন, বিমানবন্দর, কারখানা, আদালত, থানা, রেস্তোরাঁ এবং সেনাবাহিনীতে কাজ করেন, অথচ তাঁদের কাজের 'অনুমতি' দেওয়া হয়। তাঁরা সংসার সামলাতে পারেন আর বাইরে কাজও করতে পারেন। তাই কাজের পাশাপাশি ঘরের কাজ একটি বাড়তি দায়িত্ব। কারণ একই ভূমিকায় থাকা পুরুষরা বাড়িতে এসে গোল গরম রুটি চাইবে'।

এই ছবিতে ‘উগ্র নারীবাদ’ তুলে ধরা হয়েছে। এটা মেয়েদের দ্বারা তৈরি ‘প্রোপাগান্ডা’ ছবি এমন দাবিও উঠেছে। তবে এই দাবি খণ্ডন করেছেন শুভবুদ্ধিসম্পন্নরা। ছবির এক ভক্ত টুইট করে লেখেন, ‘মানুষ কেন এটা নিয়ে এত বড় কথা বলছে...। বাইরের কাজ ভাগ করে নেওয়া, ঘরের কাজ ভাগ করে নেওয়া, ব্যস...!’ একজন লিখেছেন, ‘সত্য বরাবরই তিক্ত, এবং সোশ্যাল মিডিয়ায় পুরুষদের এটি হজম করার সাহস নেই’। এক ব্যক্তি বলেন, ‘আমি আমার স্ত্রীকে এসব কাজ করতে বাধ্য করব না। তিনি গৃহকর্মী নন। আমি একজন গৃহকর্মী নিয়োগ করব’। 

আরতি কাদভ পরিচালিত মিসেস হিট মালায়ালাম ছবি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’ (২০২১) থেকে অনুপ্রাণিত। সিনেমাটি স্ট্রিমিং হচ্ছে জিফাইভে। সানিয়া ছাড়াও এই ছবি অভিনয় করেছেন কানওয়ালজিৎ সিং এবং নিশান্ত ধাহিয়া। 

 

বায়োস্কোপ খবর

Latest News

চোরকে জেরা করে চোরাই গরুর হদিশ মিলল নেতার গোয়ালে! বড় অভিযানে পুলিশ, কোথায় ঘটল? চেম্বারেই খুন ‘হাতুড়ে’, এমন প্রতিষ্ঠান থেকে আসল ডাক্তারদের দূরে থাকতে বলল IMA রানের পাহাড় গড়ে RR-কে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে SRH,ম্যাচ হেরে KK-এর হাল কী? কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা PM কার্নির, আর ক'দিন পরই ভোট জোড়া খেতাব রুতুরাজের, চিপকে ম্যাচের সেরা কে?- পুরস্কার তালিকা ও প্রাইজ মানি দোকান খোলার মুহূর্তে ওষুধ ব্যবসায়ীর বুকে গুলি! মাদক-প্রতিবাদের জের? পুলিশ বলছে.. ৪৩-এও কী ক্ষিপ্রতা! ০.১২ সেকেন্ড সূর্যকুমারের স্টাম্প উড়িয়ে দিলেন ধোনি- ভিডিয়ো উজ্জ্বল ত্বক চান? এই ৬টি ফল রোজ খান বেশি করে চিংড়ির পদ দিয়ে ভাত মেখে তৃপ্তির মধ্যাহ্নভোজ, তারপরই মৃত্যু কিশোরের! ম্যাচ জেতানো শতরানে ইশান একাই জেতেন চারটি পুরস্কার, কে কত টাকা পকেটে পুরলেন?

IPL 2025 News in Bangla

জোড়া খেতাব রুতুরাজের, চিপকে ম্যাচের সেরা কে?- পুরস্কার তালিকা ও প্রাইজ মানি ৪৩-এও কী ক্ষিপ্রতা! ০.১২ সেকেন্ড সূর্যকুমারের স্টাম্প উড়িয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ম্যাচ জেতানো শতরানে ইশান একাই জেতেন চারটি পুরস্কার, কে কত টাকা পকেটে পুরলেন? অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায়… IPL-এ প্রথম সেঞ্চুরি হাঁকিয়েই MI-কে ঠুকলেন ইশান ‘বাঙালিরাই যদি…’! আইপিএল উদ্বোধনে বাংলায় গান গাইলেন না শ্রেয়া, আক্ষেপ চিরঞ্জিতের আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের সঞ্চালনা নিয়ে বিরক্ত একাংশ IPL-এ নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড করল RR, তবু SRH-এর কাছে ৪৪ রানে হার সঞ্জুদের পিচে স্পিন না হলে,রাসেল কীভাবে আউট হলেন?রাহানেকে পালটা জবাব ইডেনের পিচ কিউরেটরের শতরান করে আগ্রাসী সেলিব্রেশন ইশানের,জবাব দিলেন কাকে- আগরকার নাকি নীতা আম্বানিকে? ১ রানের জন্য রেকর্ড হাতছাড়া, IPL-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস গড়ল SRH

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.