সারা আলি খান, আদিত্য রায় কাপুর, নীনা গুপ্তা, অনুপম খের, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি এবং আলি ফজল অভিনীত অনুরাগ বসুর রোমান্টিক ড্রামায় প্রথম শনিবারে বক্স অফিসে উল্লেখযোগ্য উত্থান ঘটিয়েছে। স্যাকনিল্ক জানিয়েছে, দ্বিতীয় দিনে ছবিটি ৬ কোটি টাকার বেশি আয় করেছে। বক্স অফিস রিপোর্টে বলা হয়েছে, প্রাথমিক হিসেব অনুযায়ী দ্বিতীয় দিনে ৬.৩৩ কোটি টাকা সংগ্রহ করেছে মেট্রো ইন দিনো। আর ২ দিনে ছবির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৯.৮৩ কোটি টাকা।
প্রথম দিনের পর ব্যবসায় অনেকটাই উন্নতি লক্ষ্য করা গিয়েছে। শনিবার হিন্দিতে ছবিটির মোট দর্শক ছিল ২৭.১৮ শতাংশ। সকালের শোতে ১১.৬৫ শতাংশ এবং বিকেলের শোতে ৩০.৯৫ শতাংশ দর্শক এসেছে। সান্ধ্যকালীন শোতে ৩৮.৯৫ শতাংশ দর্শক সমাগম হয়েছে।
গত ৪ জুলাই শুক্রবার মুক্তি পেয়েছে এই রোম্যান্টিক ড্রামা। যা ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘লাইফ ইন আ মেট্রো’-র সিকুয়াল। আর লাইফ ইন আ মেট্রো-র লাইফটাইম বক্স অফিস কালেকশন ছিল ২৪ কোটির কাছাকাছি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেট্রো ইন দিনো ছবির পরিচালক অনুরাগ বসু জানিয়েছেন যে, সিকুয়েল তৈরির প্রথম প্রস্তাব এসেছিল ইরফান খানের কাছ থেকে। ‘জাগ্গা জাসুস ছবির কাজ শেষে একদিন বসেছিলাম ইরফানের সঙ্গে। গল্প হচ্ছিল। হঠাৎই ইরফান বলে ওঠেন, 'চলো মেট্রো ২ বানাই!' আমি তো অবাক! তখনও এটা ভাবতেই পারিনি। কিন্তু ওর সেই কথাটাই মাথায় গেঁথে যায়। ইরফান চলে গেলেও, কথাটা থেকে গিয়েছিল মনে।’
মেট্রো ইন দিনো ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, অনুরাগ বসু এবং তানি বসু।