বাংলা নিউজ > বায়োস্কোপ > Meyebela: লাগাতার কমছে ‘মেয়েবেলা’র TRP, নতুন ‘বীথি’ হিসাবে রূপার বদলে অনুশ্রীকে মানতে পারছে না দর্শক?

Meyebela: লাগাতার কমছে ‘মেয়েবেলা’র TRP, নতুন ‘বীথি’ হিসাবে রূপার বদলে অনুশ্রীকে মানতে পারছে না দর্শক?

একগুচ্ছ অভিযোগ এনে মেয়েবেলা ছাড়েন রূপা

Meyebela: ‘মেয়েবেলা’তে ‘নোংরামি’ দেখানো হচ্ছিল এই বলে ধারাবাহিক থেকে সরে দাঁড়ান রূপা গঙ্গোপাধ্যায়। নতুন বীথিকার চরিত্রে কতটা সফল অনুশ্রী? টিআরপি রিপোর্ট কিন্তু আশার বার্তা দিচ্ছে না। 

গত কয়েকদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিক। রূপা গঙ্গোপাধ্যায়ের এই সিরিয়াল থেকে সরে দাঁড়ানোকে কেন্দ্র করেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। রূপা গঙ্গোপাধ্যায় শুধু সিরিয়াল থেকে সরে দাঁড়াননি, মেয়েবেলার বিষয়বস্তুকে ‘রিগ্রেসিভ’ বলে আক্রমণও করেছেন। এই মুহূর্তে মউ-এর শাশুড়ির ভূমিকায় দর্শক দেখছে অনুশ্রী দাসকে। নতুন বীথিকা মিত্র হিসাবে কতটা সফল অনুশ্রী? রূপার ‘মেয়েবেলা’ ছাড়াটা টিআরপি তালিকায় কী প্রভাব ফেলল? চলুন দেখা যাক।

রূপা গঙ্গোপাধ্যায়ের কামব্যাক শো হওয়া সত্ত্বেও এই মেগা শুরু থেকেই সেই অর্থে টিআরপি তালিকায় চমক দেখায়নি। ক্রিয়েটিভ টিম শুরু থেকেই জোর দিয়ে বলেছে টিআরপি-র পিছনে ছুটতে রাজি নয় তাঁরা। যদিও আজকের দিনে সিরিয়ালের মেয়াদ পুরোপুরিভাবেই টিআরপি-র উপরই টিকে থাকে তা অজানা নয় কারুর। সেরা ১০-এ জায়গা ধরে থাকলেও প্রথম পাঁচের দৌড় থেকে দূরেই থেকেছে মউ-ডোডোরা।

বেশ কয়েকদিন ধরেই ‘মেয়েবেলা’য় দেখা মিলছিল না বীথিকা মিত্র। রূপা গঙ্গোপাধ্যায় এই সিরিয়াল থেকে সরে দাঁড়াচ্ছেন এই জল্পনার মাঝেই গত ৪ঠা মে নতুন বীথি হিসাবে পর্দায় দেখা মেলে অনুশ্রী দাসের। যা অনেকের কাছেই ছিল শকিং! ৫ই মে যে টিআরপি রিপোর্ট সামনে আসে তাতে ৫.৮ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে ছিল ‘মেয়েবেলা’। আক্ষরিক অর্থে পরের সপ্তাহ থেকেই নতুন বীথির প্রভাব প্রতিফলিত হয়েছে টিআরপি-তে। নম্বর মাত্র ০.১ কমলেও গত সপ্তাহে সোজা নবমস্থানে নেমে যায় মেয়েবেলা (৫.৭)। আর আজ (বৃহস্পতিবার) যে টিআরপি রিপোর্ট সামনে এসেছে তাতে ‘মেয়েবেলা’র নম্বর আরও কমেছে। এই সপ্তাহে ধারাবাহিকের সংগ্রহে মাত্র ৫.২ রেটিং পয়েন্ট। সপ্তমস্থানে রয়েছে এই মেগা। টিআরপি রেটিং-এ বিরাট ফারাক না হলেও নিম্নমুখী মেয়েবেলার রিপোর্ট কার্ড।

<p>অনুশ্রী মন কাড়তে ব্যর্থ! </p>

অনুশ্রী মন কাড়তে ব্যর্থ! 

নতুন বীথিকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়। এক নেটিজেন লেখেন, ‘বিথীর চরিত্র অনুযায়ী সাজগোজ, অ্যাটিচুড, কথা বলার ধরন, আদবকায়দা এই অনুশ্রী একদম ফোটাতে পারছে না’। অপর একজনের কথায়, ‘বীথির মেক আপটা এতো বেশি যে খুব বাজে লাগছে, আগের বীথির সাথে মানাচ্ছে না’। ‘মেয়েবেলা’র আরেক দর্শক লেখেন, ‘রূপার পরে অনুশ্রীকে অসহ্য লাগছে। অভিনয়ের ফারাক এতটাই। সবাই একবার ভেবে দেখবেন’।

অন্যের জুতোয় পা গলানো মোটেই সহজ কাজ নয়, আর যদি তিনি ‘দ্য রূপা গঙ্গোপাধ্যায়’ হন তাহলে সেই কাজটা দ্বিগুণ চ্যালেঞ্জিং। এটা জেনে বুঝেই সেই চ্যালেঞ্জ লুফে নিয়েছিলেন অনুশ্রী।  রূপা গঙ্গোপাধ্যায়ের রিপ্লেসমেন্ট হওয়ার অফার পেতেই কী প্রতিক্রিয়া ছিল তাঁর? এই প্রসঙ্গে বর্তমান পত্রিকাকে অনুশ্রীর সম্প্রতি জানিয়েছ, ‘রূপা গঙ্গোপাধ্যায় আমার আগে এই চরিত্রে অভিনয় করেছেন। ওঁনার অভিনয় নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই। তবে আমি অফার পেয়ে প্রথম রূপাদিকেই ফোন করি। জানতে চাই উনি আরেকবার ভেবে দেখতে চান কিনা। তিনি না বলবার পরেই আমি রাজি হই’।

স্টার জলসার অতি পরিচিত মুখ অনুশ্রী। হালে ‘মোহর’, ‘শ্রীময়ী’, ‘ধুলোকণা’ থেকে ‘এক্কা দোক্কা’ একের পর এক মেগায় দেখা মিলেছে তাঁর। দর্শক মহলের একাংশ তাঁকে বীথি হিসাবে মানতে না-রাজ তা অজানা নয় অনুশ্রীর। ট্রোলিং প্রসঙ্গে টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন, ‘আমি চেষ্টা করব সবার ভালোবাসা পেতে। যদি যোগ্য মনে করেন তাহলে ভালোবাসা দেবেন। আমাদের লেখিকা (দেবিকা মুখোপাধ্যায়) কিন্তু ভালোবাসা পাওয়ার যোগ্য, বাকি দায়িত্বটা আমাদের’। 

বায়োস্কোপ খবর

Latest News

‘‌অমিত শাহ একজন গুণ্ডা দাঙ্গাবাজ’‌, কর্নাটক মুখ্যমন্ত্রীর ছেলের আক্রমণে তোলপাড় ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.