রবিবার অনুষ্ঠিত হয়ে গেল ৭৮তম বাফটা আওয়ার্ড অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানে ৭টি বিভাগে পুরস্কার জিতেছে, ক্রিস্টোফার নেলোনের ওপেনহাইমার ছবিটি। সেরা পরিচালক থেকে শুরু করে সেরা অভিনেতা, একাধিক বিভাগে পুরস্কৃত হয়েছে এই সিনেমা।
২০২৫ সালের বাফটা আওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিলেন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। আনোরা সিনেমায় অসাধারণ অভিনয় করে এই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। এই সিনেমায় একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছিলেন মাইকি।
আরও পড়ুন: স্থগিত কনসার্ট, অসহ্য পেট ব্যথা নিয়ে হাসপাতালে শাকিরা! কী হয়েছে?
সেরা অভিনেত্রীর পুরস্কারে পুরস্কৃত হয়ে তিনি বলেন, এই পুরস্কার সমস্ত যৌনকর্মীদের উদ্দেশ্যে। প্রত্যেক যৌনকর্মীদের সম্মান এবং ভালোবাসা দেখানো উচিত। ওরাও একজন মানুষ।
তিনি আরও বলেছেন, আমি আমার মাকে ধন্যবাদ জানাই যিনি আমার প্রিয় স্ক্রিন পার্টনার। ওঁর থেকে আমি অনেক কিছু শিখেছি। তোমার অসাধারণ পারফর্মেন্স আমাকে বারবার মুগ্ধ করেছে। আমি যা শিখেছি শুধুমাত্র তোমার থেকেই শিখেছি।
প্রসঙ্গত, এই বছরের বাফটা অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে লন্ডনের সাউথব্যাঙ্ক সেন্টারের রয়্যাল ফেস্টিভাল হলে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডেভিড টেন্যান্ট।
অনুষ্ঠানে যারা পুরস্কার জিতেছেন তাদের মধ্যে রয়েছেন সিলিয়ান মারফি, ওপেনহাইমার সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। সেরা সহ অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র। সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কার জিতেছে ওপেনহাইমার সিনেমাটি। সেরা এডিটিং পুরস্কারের জন্যও পুরস্কৃত হয়েছে ওপেনহাইমার। সেরা গানের পুরস্কারে পুরস্কৃত হয়েছে ওপেনহাইমার।
সেরা প্রোডাকশন ডিজাইনের পুরস্কারে পুরস্কৃত হয়েছেন পুওর থিংস, সেটা মেকআপ এবং চুলের পুরস্কারে ওই একই সিনেমা পুরস্কৃত হয়েছে। সেরা তথ্যচিত্রের পুরস্কারে পুরস্কৃত হয়েছে ২০ ডেজ ইন মারিপুল। সেরা পরিচালকের পুরস্কারে পুরস্কৃত হয়েছেন ক্রিস্টোফার নোলান, ওপেনহাইমার সিনেমার জন্য। এছাড়াও আরও বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছে বিভিন্ন সিনেমা এবং শিল্পীরা।