বাংলা নিউজ > বায়োস্কোপ > Mili Actress: সদ্য কলেজ পাশ করেছেন টেলিপর্দার ‘মিলি’, বিদায়বেলার অনুষ্ঠানে 'ছম্মক ছাল্লো'তে জমিয়ে নাচলেন খেয়ালী

Mili Actress: সদ্য কলেজ পাশ করেছেন টেলিপর্দার ‘মিলি’, বিদায়বেলার অনুষ্ঠানে 'ছম্মক ছাল্লো'তে জমিয়ে নাচলেন খেয়ালী

'মিলি' খেয়ালী মণ্ডল

খেয়ালী মণ্ডলের পোস্ট থেকেই জানা যাচ্ছে, তাঁর কলেজের 'ফেয়ারওয়েল সেরিমানি' ছিল এটা। আর সেই বিদায়বেলার অনুষ্ঠানে নিজের নৃত্য শৈলীর মধ্যে দিয়েই মাদকতা ছড়ালেন খেয়ালী। 

ব্য়াকগ্রাউন্ডে চলছে, 'ছম্মক ছাল্লো' গান, সেই গানের সঙ্গে মঞ্চে উঠে জমিয়ে নাচছেন, টেলিপর্দার 'মিলি' অর্থাৎ খেয়ালী মণ্ডল। পরনে শাড়ি, পায়ে হিল জুতো। যে নাচ দেখলে যে কেউ মুগ্ধ হবেন বৈকি! নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই নাচের ভিডিয়ো পোস্ট করেছেন 'মিলি' অভিনেত্রী।

খেয়ালী মণ্ডলের পোস্ট থেকেই জানা যাচ্ছে, তাঁর কলেজের 'ফেয়ারওয়েল সেরিমানি' ছিল এটা। আর সেই বিদায়বেলার অনুষ্ঠানে নিজের নৃত্য শৈলীর মধ্যে দিয়েই মাদকতা ছড়ালেন খেয়ালী। নাচের ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে খেয়ালী লিখেছেন, ‘কারণ বিদায়বেলার নেশা ছিল এটা, আপনি কি এনার্জি অনুভব করেছেন?’ নাচের ভিডিয়োর উপরে লেখা শেষপর্যন্ত অপেক্ষা করুন…

খেয়ালী মণ্ডলের এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘আপনি শুধু নাচের জন্যই জন্মেছেন।’ কেউ লিখেছেন, ‘এটা তো টেকনো, তুমি টেকনোতে পড়তে নাকি?’ কারোর মন্তব্য, ‘আমি ক্রাশ খেয়ে গেছি তোমায় দেখে, মেয়ে হয়েও আমি ক্রাশ খাই তোমার ট্যালেন্টে।’ কারোর কথায়, ‘আপনি সত্যিই অসাধারণ’

প্রসঙ্গত, সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছেন অভিনেত্রী খেয়ালী মণ্ডল। আর হ্য়াঁ, টেকনো ইন্ডিয়া গ্রুপের কলেজেই পড়তেন খেয়ালী। সম্প্রতি তাঁরই পোস্ট করা কলেজের শেষদিনের ভিডিয়োতেই সেটা স্পষ্ট হয়েছে। সেই ভিডিয়োতে কলেজের শেষদিনে একে অপরের ইউফর্মের উপর সই করতে দেখা যাচ্ছে খেয়ালী ও তাঁর সহপাঠীদের। গত মাসেই সেই ভিডিয়ো পোস্ট করেছিলেন খেয়ালী।

খেয়ালী অবশ্য বরবরই নৃত্যে পটিয়সী। ২০২২-এ এক নাচের রিয়েটিলি শোয়ের অনুষ্ঠান থেকেই তাঁর উঠে আসা। সেখানেও দেব-রুক্মিণী, মনামীদের সামনে জমিয়ে পারফর্ম করেছিলেন তিনি।

তবে এই মুহূর্তে 'মিলি' ধারাবাহিকের পর আপাতত অভিনয় থেকে বিরতিতেই ছিলেন। তবে সদ্য জি বংলার হিন্দি ডাব সিরিয়াল ‘বিধিলিপি’র জন্য ডাব করেছেন খেয়ালী মণ্ডল। সম্প্রতি এক সাক্ষাৎকারেও তিনি জানিয়েছেন গ্র্যাজুয়েশনের পর আপাতত নাচ ও জিমন্যাস্টিকসেই তিনি মন দিচ্ছেন। তবে পাশাপাশি আবারও অভিনয় শুরুর কথাও ভাবছেন তিনি। 

বায়োস্কোপ খবর

Latest News

২০১০ সালের প্রাথমিকে বঞ্চিত ২০০ জন প্রার্থী, ভর্ৎসনা হাইকোর্টের, রিপোর্ট তলব গণেশ চতুর্থীর মিছিলে পাথর ছোড়ার অভিযোগ, প্রতিবাদে থানা ঘেরাও, ব্যাপক উত্তেজনা তোলা চেয়ে পাটুলিতে চিকিৎসককে হুমকি, গ্রেফতার কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল কর্মী আগরপাড়ায় মদ খেয়ে ভুল ট্রেন ঘোষণায় কর্মীকে সাসপেন্ড করল রেল স্কুল থেকে ফেরার সময় সপ্তম শ্রেণির ছাত্রীকে ফাঁকা রাস্তায় কটূক্তি, গ্রেফতার ২ প্যারালিম্পিক্সে শেষ হল ভারতের স্বপ্নের যাত্রা, রেকর্ড সোনা ও পদক ঝুলিতে দলীপে এক ইনিংসে রেকর্ড ক্যাচ ! ধোনিকে ছুঁলেন জুরেল Namibia Women বনাম Zimbabwe Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ক্যাগের রিপোর্টে দুর্নীতির অভিযোগ, সরকারি হাসপাতালগুলিকে নিয়ে বিস্ফোরক তথ্য ভারতেও এমপক্সের থাবা? উপসর্গ থাকা যুবককে ভরতি করা হল হাসপাতালে, কেমন আছেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.