ব্য়াকগ্রাউন্ডে চলছে, 'ছম্মক ছাল্লো' গান, সেই গানের সঙ্গে মঞ্চে উঠে জমিয়ে নাচছেন, টেলিপর্দার 'মিলি' অর্থাৎ খেয়ালী মণ্ডল। পরনে শাড়ি, পায়ে হিল জুতো। যে নাচ দেখলে যে কেউ মুগ্ধ হবেন বৈকি! নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই নাচের ভিডিয়ো পোস্ট করেছেন 'মিলি' অভিনেত্রী।
খেয়ালী মণ্ডলের পোস্ট থেকেই জানা যাচ্ছে, তাঁর কলেজের 'ফেয়ারওয়েল সেরিমানি' ছিল এটা। আর সেই বিদায়বেলার অনুষ্ঠানে নিজের নৃত্য শৈলীর মধ্যে দিয়েই মাদকতা ছড়ালেন খেয়ালী। নাচের ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে খেয়ালী লিখেছেন, ‘কারণ বিদায়বেলার নেশা ছিল এটা, আপনি কি এনার্জি অনুভব করেছেন?’ নাচের ভিডিয়োর উপরে লেখা শেষপর্যন্ত অপেক্ষা করুন…
খেয়ালী মণ্ডলের এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘আপনি শুধু নাচের জন্যই জন্মেছেন।’ কেউ লিখেছেন, ‘এটা তো টেকনো, তুমি টেকনোতে পড়তে নাকি?’ কারোর মন্তব্য, ‘আমি ক্রাশ খেয়ে গেছি তোমায় দেখে, মেয়ে হয়েও আমি ক্রাশ খাই তোমার ট্যালেন্টে।’ কারোর কথায়, ‘আপনি সত্যিই অসাধারণ’
প্রসঙ্গত, সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছেন অভিনেত্রী খেয়ালী মণ্ডল। আর হ্য়াঁ, টেকনো ইন্ডিয়া গ্রুপের কলেজেই পড়তেন খেয়ালী। সম্প্রতি তাঁরই পোস্ট করা কলেজের শেষদিনের ভিডিয়োতেই সেটা স্পষ্ট হয়েছে। সেই ভিডিয়োতে কলেজের শেষদিনে একে অপরের ইউফর্মের উপর সই করতে দেখা যাচ্ছে খেয়ালী ও তাঁর সহপাঠীদের। গত মাসেই সেই ভিডিয়ো পোস্ট করেছিলেন খেয়ালী।
খেয়ালী অবশ্য বরবরই নৃত্যে পটিয়সী। ২০২২-এ এক নাচের রিয়েটিলি শোয়ের অনুষ্ঠান থেকেই তাঁর উঠে আসা। সেখানেও দেব-রুক্মিণী, মনামীদের সামনে জমিয়ে পারফর্ম করেছিলেন তিনি।
তবে এই মুহূর্তে 'মিলি' ধারাবাহিকের পর আপাতত অভিনয় থেকে বিরতিতেই ছিলেন। তবে সদ্য জি বংলার হিন্দি ডাব সিরিয়াল ‘বিধিলিপি’র জন্য ডাব করেছেন খেয়ালী মণ্ডল। সম্প্রতি এক সাক্ষাৎকারেও তিনি জানিয়েছেন গ্র্যাজুয়েশনের পর আপাতত নাচ ও জিমন্যাস্টিকসেই তিনি মন দিচ্ছেন। তবে পাশাপাশি আবারও অভিনয় শুরুর কথাও ভাবছেন তিনি।