ঋতুপর্ণ ঘোষের গানের ওপারের হাত ধরে পা রাখেন সিনে জগতে। ছোট পর্দায় পা রাখার কিছুদিনেই দারুণ জনপ্রিয়তা পান। তারপর বড় পর্দা। আর পিছু ফিরে তাকাতে হয়নি। মিমি চক্রবর্তীর অভিনয়ের গুণমুগ্ধ প্রচুর। তবে একই সঙ্গে তিনি যে দারুণ গান গান সেই কথাও সকলেই জানেন। এবার তিনি প্রেমের মাসে নিয়ে আসছেন তাঁর নতুন গান।
মিমি চক্রবর্তীর নতুন গান
এদিন অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর নতুন গানের একটি পোস্টার পোস্ট করে সেটার ঘোষণা করেন। সেখান থেকেই জানা যায় এই আসন্ন মিউজিক ভিডিয়োর নাম পড়লে মনে যেই। পোস্টারে দেখা যাচ্ছে অভিনেত্রী একটি কালো পোশাক পরে পিছু ফিরে দাঁড়িয়ে আছেন। পাশে লেখা গানের নাম।
মিমি চক্রবর্তী এদিন এই পোস্টার পোস্ট করে লেখেন, 'প্রেমের মাসে প্রেমের গান নিয়ে আসছি খুব শীঘ্রই। আমায় বলো যে কবে এই গানটি মুক্তি দেব। এখনও ডেট নিয়ে ভাবছি। কমেন্ট করে আমায় জানাও।'
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, '১০ ফেব্রুয়ারি আনো যাতে ১১ ফেব্রুয়ারি আমরা সব পোস্টে এই গানটা ব্যবহার করতে পারি।' আরেকজন লেখেন, 'তোমার জন্মদিনে হলে বেশ হবে।' কেউ আবার লেখেন, '১৪ ফেব্রুয়ারি নিয়ে আসো।' প্রসঙ্গত আগামী ১১ ফেব্রুয়ারি জন্মদিন মিমি চক্রবর্তীর। সেই জন্যই তাঁর অধিকাংশ অনুরাগীরা সেদিনই গানটি প্রকাশ্যে আনার কথা জানিয়েছেন। যদিও এখনও এই বিষয়ে অভিনেত্রী কোনও নিশ্চিত বার্তা দেননি।
মিমি চক্রবর্তীকে শেষবার গত বছর আলাপ ছবিটিতে দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে সেই ছবিতে ছিলেন আবির চট্টোপাধ্যায়। প্রসঙ্গত অভিনেত্রী কিন্তু এর আগেও একাধিকবার গানের ভিডিয়ো নিয়ে এসেছেন অনুরাগীদের জন্য, কখনও অরিজিন্যাল গান তো কখনও আবার রবীন্দ্র সঙ্গীত। ফলে তাঁর নতুন গান নিয়ে যে সবার প্রত্যাশা তুঙ্গে সেটা বলাই যায়।
আরও পড়ুন: সইফের ওপর আক্রমণকে থিম বানিয়ে সিনেমার প্রচার ঋত্বিকের! প্রতিক্রিয়ায় বিভক্ত নেটপাড়া