বাংলা নিউজ > বায়োস্কোপ > Mimi Chakraborty: সরু কোমর হাতছাড়া হওয়ার আতঙ্ক!স্পোর্টস ব্রা পরে জিমে ঘাম ঝরাচ্ছেন মিমি, ভিডিয়ো

Mimi Chakraborty: সরু কোমর হাতছাড়া হওয়ার আতঙ্ক!স্পোর্টস ব্রা পরে জিমে ঘাম ঝরাচ্ছেন মিমি, ভিডিয়ো

মিমির হট লুক 

Mimi Chakraborty: নায়িকা হওয়ার কম জ্বালা নেই! দু'টো পিৎজার স্লাইস খেয়েই আতঙ্কে মিমি, জিমে গিয়ে ঝরালেন বাড়তি ক্যালোরি। 

টলিউডের প্রথম সারির নায়িকা তিনি। টলিগঞ্জের সীমানা ছাড়িয়ে ইতিমধ্যেই পা দিয়েছেন মায়ানগরীতেও। শীঘ্রই বলিউড ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’তে দেখা যাবে মিমিকে। সামনে এসেছে ছবির পোস্টারও। কেরিয়ারে নতুন ইনিংস শুরুর আগে জিমে আরও বেশি করে ঘাম ঝরাচ্ছেন মিমি! 

পরনে কালো রঙা স্পোর্টস ব্রা আর জিম প্যান্ট। চুল বিনুনি করে বাঁধা। বুধবার সোশ্যাল মিডিয়ায় ওয়ার্ক আউট ভিডিয়ো পোস্ট করলেন যাদবপুরের তৃণমূল সাংসদ, যা দেখে হাঁ নেটিজেনরা। মিমিকে কসরত করে দেখে মুগ্ধ তাঁর টলিপাড়ার সহকর্মীরাও। নিজেকে ফিট রাখতে জিম-যোগাসন উভয়ের উপরই ভরসা রয়েছে মিমির। ‘হ্যাপি হরমোন’ নিঃসরণের জন্য নিয়মিত জিমে ছোটেন তিনি। তাঁর ওয়ার্ক আউট করার অর্থ হল ‘স্ট্রেস থেকে দূরে থাকা’। তবে এদিন জিমে অতিরিক্ত পরিশ্রম করার কারণ অবশ্য একটা ছিল। মাত্র দু'টো পিৎজা স্লাইসের জন্য এক পরিশ্রম করলেন নায়িকা! কী ব্যাপারটা বুঝলেন না তো?

গোটা বিষয়টা ভিডিয়োর বিবরণীতে খোলসা করেছেন মিমি নিজেই। ভিডিয়োর ক্যাপশনে নায়িকা লেখেন, ‘যদি এটা তোমাকে চ্যালেঞ্জ না জানায়, তাহলে এটা বদল আনতে পারবে না’। এরপরই তাঁর সংযোজন, 'দু'টো পিৎজার স্লাইস আমার অন্তরাত্মাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল আরও ক্যালোরি ঝরাতে যাতে আমার কোমরের মাপ চেঞ্জ না হয়ে যায়'। 

হ্যাঁ, পিৎজা খেয়ে মিমির ভয় তাঁর কোমরের মাপ বদলে না যায়। তন্বী দেহ ধরে রাখতেই এত পরিশ্রম। কখনও ট্রেড মিলে ছুটছেন আবার কখন ওয়েট ট্রেনিং করছেন। মিমির এই ওয়ার্ক আউটে মুগ্ধ প্রাক্তন জুটি গৌরব-অনিন্দিতা। হাততালি দেওয়ার ইমোজি যোগ করেছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় মানে ছোটপর্দার ঋদ্ধি। অন্যদিকে গৌরবের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা বসু আগুনের ইমোজি যোগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নিজের ওয়ার্ক আউটের ঝলক তুলে ধরেন মিমি। 

বক্স অফিসে মিমির শেষ রিলিজ ছিল ‘খেলা যখন’। ‘পোস্ত’র হিন্দি রিমেকের পাশাপাশি শিবপ্রসাদ-নন্দিতার পরিচালনায় আবিরের সঙ্গে জুটি বেঁধে পুজোয় পর্দা কাঁপাতে আসছেন মিমি। ছবির নাম ‘রক্তবীজ’। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শেষ করেছেন নায়িকা। চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। বলিউড-টলিউড সব মিলিয়ে বেজায় ব্যস্ত নায়িকা। 

 

বন্ধ করুন