বাংলা নিউজ > বায়োস্কোপ > Mimi Chakraborty: ব্রা পরে শীর্ষাসন সাংসদ মিমির! ‘টলিউডের মালাইকা’ বলে কটাক্ষ!

Mimi Chakraborty: ব্রা পরে শীর্ষাসন সাংসদ মিমির! ‘টলিউডের মালাইকা’ বলে কটাক্ষ!

মিমি চক্রবর্তী (ছবি-ইনস্টাগ্রাম)

Mimi Chakraborty Trolled: আবিরের সঙ্গে আসন্ন ছবির শ্যুটিং শুরুর আগে শরীরচর্চায় মন মিমির। ব্রা-শর্টসে ওয়ার্কআউটের ছবি দিতেই হতে হল ট্রোলের শিকার। 

প্যারিসে লম্বা ছুটি কাটিয়ে এসে কাজে ফিরেছেন মিমি চক্রবর্তী। দু-দিন আগেই আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন ছবির ঘোষণা সেরেছেন। মাঝে এক মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে রাজস্থান ছুটে গিয়েছিলেন। রবিবারই বাড়ি ফিরেছেন। ঘরে এসে সোজা ফিটনেসে মন অভিনেত্রীর। গত কয়েক সপ্তাহ ধরেই জমিয়ে চলেছে পেটপুজো। বেশকিছুদিন নায়িকাসুলভ কড়া অনুশাসন থেকে দূরে ছিলেন মিমি। তবে এবার সব ভুলে পারফেক্ট শেপে ফেরার পালা।

এদিন নিজের ওয়ার্কআউটের একটি ঝলক ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মিমি। সেখানে দেখা গেল হালকা আকাশি স্পোর্টস ব্রা আর শর্টসে শীর্ষাসন করছেন যাদবপুরের তারকা সাংসদ। বাড়িতেই শরীরচর্চায় ব্যস্ত নায়িকা। মিমিকে দেখে মুগ্ধ অনুরাগীরা, তবে এই ছবির জেরে নেটমাধ্যমে কটাক্ষের শিকার হলেন নায়িকা। আরও পড়ুন-‘অদ্ভুত শান্তির অনুভূতি ছিল’, শ্রীদেবীর মৃৃৃত্য়ু নিয়ে একী বলে বসলেন জাহ্নবী!

ছবির ক্যাপশনে মিমি লিখেছেন, ‘কারেন্ট মুড’। অর্থাৎ বোঝাই যাচ্ছে শরীরচর্চার মুডে রয়েছেন অভিনেত্রী। ছবির কমেন্ট বক্সে মিমির ঘনিষ্ঠ বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায় লেখেন, ‘আমি ফোনটা উলটো করে ধরেছিলাম মাত্র’। ফ্যানেরা এই ছবি দেখে মিমিকে বাহবা জানিয়ে লেখেন, ‘সপ্তাহের শুরুতেই শরীরচর্চা, অনুপ্রাণিত করলে’। তবে ট্রোলাররা ছেড়ে কথা বলার নয়, একজন লেখেন--'এ তো পুরো টলিউডের মালাইকা আরোরা'। কেউ আবার নায়িকার দিকে যৌনইঙ্গিতবাহী মন্তব্য ছুড়ে দেন। অনেকে তাঁকে শালীনতার পাঠ পড়ানোর চেষ্টা করেন। সাংসদ হয়ে এমন বেশে ছবি পোস্ট করে খারাপ বার্তা দিচ্ছেন মিমি, এমন কথাও ভেসে এল। 

যদিও ট্রোলারদের পাত্তা দিতে না-রাজ মিমি। নিজের শর্তে বাঁচেন এই সুন্দরী। সম্পর্কের চড়াই-উতরাই পেরিয়ে আজ টলিউডের প্রথম সারির নায়িকা তিনি। বক্স অফিসে মিমির শেষ রিলিজ ছিল ‘খেলা যখন’। মুম্বইতে নতুন ইনিংস শুরুর প্রস্তুতিতে নায়িকা। শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবির কাজ শেষ করেছেন। খবর, খুব শীঘ্রই জাতীয় স্তরের ওটিটি প্ল্যাটফর্মে দেখা মিলতে পারে মিমির। অন্য়দিকে ‘পোস্ত’ এবং তাঁর হিন্দি রিমেকে কাজ করবার পর এবার শিবপ্রসাদ-নন্দিতার পরিচালনায় আবিরের সঙ্গে জুটি বাঁধছেন মিমি। আসন্ন পুজোয় মুক্তি পাবে এই ছবি। মার্চের মাঝামাঝি সময় থেকে কাজ শুরুর কথা এই ছবি। মিমির কথায়, 'কী নিয়ে ছবি, কী চরিত্র এখন কিছুই বলব না, তবে এটা প্রতিশ্রুতি দিচ্ছি, ওয়ার্ল্ড ক্লাস একটা ছবি নিয়ে আসছি।’ 

আরও পড়ুন-'সাংসদের প্যান্ট কোথায়?' সাদা ড্রেসে মিমিকে দেখে জব্বর সমালোচনা নেটপাড়ায়

বন্ধ করুন