বাংলা নিউজ > বায়োস্কোপ > Mimi Chakraborty: শাড়িতে মিমিকে দেখে প্রেম পড়লেন নেটিজেন! প্রোপোজাল পেয়ে যা জবাব দিলেন নায়িকা

Mimi Chakraborty: শাড়িতে মিমিকে দেখে প্রেম পড়লেন নেটিজেন! প্রোপোজাল পেয়ে যা জবাব দিলেন নায়িকা

আসছে মিমির পুজোর গান

পুজোয় আসছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন মিউডিক ভিডিয়ো। ইতিমধ্যেই ভিডিয়োর ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী-সাংসদ। সেখানেই এক নেটিজেন কমেন্ট বক্সে প্রেম নিবেদন করে বসেন মিমিকে।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই খাওয়া-দাওয়া, গান-বাজনা, আড্ডা আর প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা। প্রতি বছরই পুজোর আগে নতুন গান, মিউজিক ভিডিয়ো রিলিজ করেন শিল্পীরা। পুজোয় আসছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন মিউডিক ভিডিয়ো। ইতিমধ্যেই ভিডিয়োর ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী-সাংসদ।

লাল পাড় সাদা শাড়িতে সেজেগুজে মিমি। গা ভর্তি ভারী গয়না। মন খুলে কাঁধে ঢাক ঝুলিয়ে বাজাচ্ছেন নায়িকা। গানের ভিডিয়োর প্রথম ঝলক শেয়ার করলেও, ভিডিয়ো একেবারে নিঃশব্দ। আর তাতেই নেটমাধ্যমে ট্রোলের বন্যা। পোস্টে মিমি জানিয়েছেন, 'আপনারাও সাউন্ড পাচ্ছেন না তো? পাবেন কী করে, কারণ পুরো গান আসতে অপেক্ষা আর কয়েকদিনের।’ মিমি আরও জানান, ‘পুরো গানটার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে।’

আরও পড়ুন: মহালয়ায় চ্যানেলে চ্যানেলে জোর টক্কর! দশভূজা রূপে আসছেন কোন কোন স্টার অভিনেত্রী

মিমির নতুন পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে নেটিজেন। এক নেটিজেন লিখেছেন, ‘মন জিতে নিয়েছেন আপনি!’ অপর একজনের মন্তব্য, ‘তুমি কেমন আছো মা দুগ্গা, তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসতে চাই।’ এই কমেন্টের জবাবে মিমি লিখেছেন, ‘মা দুগ্গাকে আমরা সবাই ভালোবাসি’। আরও পড়ুন: Shanaya Kapoor: …নিজের যোগ্যতায় পেয়েছি, বলিউডের প্রথম ছবির আগে কেন বললেন শানায়া

পরে আরও একটি পোস্টারে মিমি জানিয়েছেন, ২৪ সেপ্টেম্বর আসতে চলেছেন তাঁর পুজোর গান। নাম ‘আমাদের পুজোর নাম’। মিমির ইউটিউব চ্যানেলে সকাল ১১ টায় মুক্তি পাবে সেই গান।

মিমিকে পর্দায় শেষ দেখা গিয়েছে মৈনাক ভৌমিক পরিচালিত 'মিনি' ছবিতে। পরবর্তীতে অভিনেত্রীকে দেখা যাবে 'খেলা যখন'-এ। তাঁর সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়। পাশাপাশি জোর গুঞ্জন, বলিউডে ডেবিউ করছেন অভিনেত্রী। হিন্দি ওয়েব সিরিজে নাকি অভিনয় করতে চলেছেন তিনি। বিপরীতে নায়ক হিসেবে আলি ফজলের নাম শোনা যাচ্ছে।

বন্ধ করুন