আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। ‘অভয়া’কে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে সরব নেটপাড়া। এই মামলার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে এক অভিযুক্ত, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। যদিও সঞ্জয়ের গ্রেফতারি অনেকের চোখেই ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’।
এর মাঝেই আরজি কর-এর ঘটনা নিয়ে গর্জে উঠলেন মিমি চক্রবর্তী। যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ এখন রাজনীতি থেকে দূরে, কিন্তু এমন বর্বর কাণ্ডের কথা শুনে চুপ থাকলেন না মিমি। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার প্রতিবাদ জানান মিমি। ভ্যারিফায়েড X’ হ্যান্ডেলে মিমি লিখেছেন, ‘এমন শাস্তি হওয়া উচিত যাতে পরের বার এই ধরনের জঘন্য অপরাধের কথা ভাবলে শিরদাঁড়া পর্যন্ত কেঁপে ওঠে। কারও মেয়ের মৃত্যু হয়েছে, কারও স্বপ্ন, কারও পরিবারের অপূরণীয় ক্ষতি। এর কোনও ক্ষমা নেই বলেই আমার মত। তোমার সঙ্গে আছি।’
কর্তব্যরত অবস্থায় হাসপাতালের সেমিনার রুমে তরুণী চিকিৎসকদের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে আগেই গর্জে উঠেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, পরমব্রত-পিয়া, অনুপম-প্রশ্মিতা, জিতু কমল-সহ টলিউডের একঝাঁক তারকা। এই ঘটনার জেরে ফের একবার প্রশ্নের মুখে রাজ্যের নারী সুরক্ষা। যে রাজ্যের প্রশাসনিক প্রধান এক নারী, সেই রাজ্যের রাজধানীর হাসপাতালে ঘটে যাওয়া এই ঘটনা নিঃসন্দেহে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে তৃণমূল সরকারকে।
গত বৃহস্পতিবার রাতে (শুক্রবার ভোরে) ২২ বছরের মহিলা চিকিৎসককে (স্নাতকোত্তরের চেস্টম মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন) আরজি কর হাসপাতালের মধ্যেই ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
যদিও একটি মহলের আবার অভিযোগ, রাঘববোয়ালদের আড়াল করতে ওই সিভিক ভলান্টিয়ারকে বলির পাঁঠা করা হয়েছে। সিপিআইএমের দীপ্সিতা ধর প্রশ্ন তুলেছেন, ‘প্রাথমিক পোস্টমর্টেমের রিপোর্টে পরিষ্কার যে একাধিক অপরাধীর যোগসাজশ না থাকলে এই বর্বরতা অসম্ভব। শুধুমাত্র শাক দিয়ে মাছ ঢাকার জন্য এই গ্রেফতারি নয় তো?’
আরও পড়ুন-‘বার্নিং ইস্যু নিয়ে এক লাইনও…’ সেজেগুজে ছবি দিতেই কটাক্ষ সোহিনীকে, এল পালটা জবাব
জানা গিয়ছে, গ্রেফতার হওয়া সঞ্জয় রায় পাঁচবার বিয়ে করেছে। বিয়ে করাটা তাঁর নেশার মতো। বাড়িতেও নিজের কর্মক্ষেত্র নিয়ে ভুয়ো তথ্য় দিত সে। পাড়াতেও সকলে জানত কলকাতা পুলিশে চাকরি করে সঞ্জয়। স্ত্রী-দের উপর অত্যাচারের অভিযোগ সঞ্জয়ের উপর নতুন নয়। সেই কারণেই ভেঙেছে তার প্রথম চারটি বিয়ে। গত ডিসেম্বরেই শান্তি নামের এক তরুণীকে বিয়ে করেছিল সঞ্জয়। তবে ফেব্রুয়ারিতে অর্থাৎ বিয়ের দু-মাস পরেই ক্যানসার আক্রান্ত হয়ে মারা যায় ওই তরুণী।
অন্যদিকে চিকিৎসক খুন ও ধর্ষণের নৃশংস ঘটনার ২ দিন পর অপসারিত আরজি করের সুপার। আপাতত সঞ্জয় বশিষ্ঠের স্থানে এই দায়িত্ব সামলাবেন ডঃ বুলবুল মুখোপাধ্যায়। তিনি হাসপাতালের ডিন।