কবে বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী? এই প্রশ্নের উত্তর খুঁজছেন নায়িকার ভক্তরা। ব্যক্তিগত জীবন নিয়ে স্পিকটি নট মিমি। তবে অনস্ক্রিনে নতুন জোড়িদার খুঁজে নিলেন নায়িকা। বাংলা টেলিভিশনের জনপ্রিয় নাম সোমরাজ মাইতি। তাঁকে শেষ দেখা গিয়েছে জিওনকাঠি ধারাবাহিকে৷ আপাতত টেলিভিশন থেকে কিছুটা ব্রেক নিয়েছেন অভিনেতা। একের পর এক ছবিতে কাজ করছেন ‘এই ছেলেটা ভেলভেলেটা', ‘টেক্কা রাজা বাদশা’র মতো সিরিয়ালের নায়ক।
আর এবার প্রেমেন্দু বিকাশ চাকীর নতুন ছবি ‘পলাশের বিয়ে’তে জুটি বাঁধলেন মিমি চক্রবর্তী ও সোমরাজ মাইতি। এক সংবাদমাধ্যমকে পরিচালক জানিয়েছেন, ‘একদম পারিবারিক গল্প। হাসি-আনন্দে মোড়া। আধুনিক সময়ের গল্প’। পাশাপাশি আজকের যুগের এক সমস্যার কথাও উঠে আসবে ছবিতে, কিন্তু সেটি কী? তা এখনই ভাঙতে চান না পরিচালক। তিনি স্পষ্টই জানালেন, তাঁর ছবিতে কোনও ব্যক্তিকে ভিলেন হিসাবে তুলে ধরতে চান না তিনি, বরং কিছু ভাবনা থাকে। সেইসবকে সামলে কেমনভাবে জীবনের গল্প এগোয়, তাই তুলে ধরতে চান পরিচালক। এই ছবির ওয়ার্কিং টাইটেল ‘পলাশের বিয়ে’। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ‘হানিমুন’ পরিচালক স্পষ্ট করেছেন কেন এই ছবির নায়িকা মিমি। তিনি বলেছেন, ‘পারিবারিক ছবির ক্ষেত্রে যে সব মুখ থাকবেন তারা ভালো অভিনেতা-অভিনেত্রী হওয়াটা খুব জরুরি। তাছাড়া মিমির সঙ্গে অনেকদিন ধরেই কাজ করবার ইচ্ছা ছিল। ড্রাকুলা স্যার দেখবার পর সেই ইচ্ছা আরও বেড়ে যায়’।
গত কয়েক বছর ধরেই খুব বেছে বেছে ছবি করছেন মিমি। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ‘মিনি’ এবং ‘খেলা যখন’। দুটিই নারীকেন্দ্রিক ছবি। অন্যদিকে সোমরাজ ইতিমধ্যেই ‘জয় কালী কলকাত্তাওয়ালী’, ‘আম্রপালী’র মতো ছবির শ্যুটিং শেষ করেছেন সোমরাজ।