টলিউডের তারকাদের মঞ্চে গান গাওয়া নিয়ে কম ট্রোল নেই নেট-মাধ্যমে। নানা ধরনের মিম বানানোর চলও দেখা গিয়েছে। তবে অভিনেত্রীরাও যে অসাধারণ গাইতে পারেন, তা প্রমাণ করলেন মিমি চক্রবর্তী। তার একটি ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যেখানে তাঁকে ‘বোঝে না সে বোঝে না’ গাইতে শোনা যাচ্ছে।
ভিডিয়োখানা একটু পুরনো। শীতের সময় তোলা। মিমির গায়ের সোয়েটারই তার প্রমাণ। দেখা গেল সায়ন নামে এক অনুরাগী মিমির কাছে রাখেন প্রস্তাবটি। তবে তিনি কিন্তু একা গান না সেটি। মঞ্চে ডেকে নেন সেই অনুরাগীকেও। এরপর দুজনে মিলে একসঙ্গে বোঝে না সে বোঝে না সিনেমার টাইটেল ট্র্যাকটি পরিবেশন করলেন।
আরও পড়ুন: চুপিচুপি বিয়ে শোভন-সোহিনীর! ছিলেন সৌরভ-দর্শনা, টলিউড থেকে আর কারা নিমন্ত্রিত
এক অনুরাগী এই ভিডিয়োর কমেন্টে লিখলেন, ‘খুব ভালো লাগলো> আরো ভালো লাগলো মিমির উদারতা দেখে> কোনো অহংকার ছাড়াই কত সুন্দর ভাবে ছেলেটার মনবল বাড়ালো, সাহস সঞ্চয় করালো।’ দ্বিতীয়জন লেখেন, ‘এই প্রথম কোন ফিল্মস্টার মঞ্চে ঠিকঠাক গাইল।’ তৃতীয়জন লেখেন, ‘যেভাবে উনি নিজের ভক্তদের সম্মান দেন, তা সত্যিই শেখার মতো।’
আরও পড়ুন: সোমবার আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে অক্ষয়-টুইঙ্কল, করোনা নিয়েই এলেন বিয়েবাড়ি?
চতুর্থজনের মন্তব্য, ‘আমি তাদের গান গাওয়ার দক্ষতা নিয়ে ভাবছি না মোটেই। আমি শুধু দেখেছি যে, এটা কতটা মিষ্টি ছিল…সবার মুখে হাসি ফুটিয়েছে...এবং সেই ছেলেটিও খুব শ্রদ্ধাশীল ছিল। নিজের সীমানা বজায় রেখেছিল। বোঝা যায় সে কতটা ভদ্র। আর তেমনি মিমিও। কত মাটির মানুষ।’
এমনকী এক পর্যায়ে এসে দর্শকদের থেকে আসা কিছু চটকদার গান গাইতেও মানা করে দেন তিনি। রবি ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে গাইবেন না, দেন জানিয়ে।
আরও পড়ুন: স্বস্তিকা না সৌমিলি? সমুদ্র-পাড়ে চিৎকার করে কার নাম নিয়ে ভালোবাসি বলল দিব্যজ্যোতি
মিমিকে বর্তমানে দেখা যাচ্ছে ভারত-বাংলাদেশের যৌথ প্রোজেক্ট তুফানে। যেখানে প্রথমবার শাকিব খানের সঙ্গে কাজ করেন অভিনেত্রী। এই ছবিতে একটি আইটেম গানেও নাচ করেছেন মিমি। বিগত কয়েকমাস ধরে রীতিমতো ট্রেন্ড করছে ‘লাগে উরা ধুরা…’। শোনা যাচ্ছে, তুফান ২-তেও থাকবেন মিমি।
তবে চলতি বছরে নিজেকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে নিয়েছেন মিমি চক্রবর্তী। মাঝে ৫ বছর তিনি ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জেতা সাংসদ। তবে ২০২৪ সালে আর দাঁড়াননি ভোটে।