রক্তবীজ ছবিটির পর আবারও জুটি বেঁধে পর্দায় ফিরছেন মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়। আসছে তাঁদের নতুন প্রেমের ছবি আলাপ। আগামী শুক্রবার অর্থাৎ ২৬ এপ্রিল মুক্তি পাচ্ছে সেই ছবিটি। তার আগে একে অন্যকে নিয়ে কী জানালেন?
আবিরকে নিয়ে কী বললেন মিমি?
এদিন এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে মিমি চক্রবর্তী জানান, আবির নাকি মাঝে মধ্যেই অভিযোগ করেন যে তিনি তাঁকে হিরো বলে মানেন না। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ' আবিরদা আমায় মাঝে মধ্যেই বলে তোর তো আমায় হিরো বলে মনে হয় না। আসলে কেউ যদি খুব কাছের হয় তাকে আলাদা করে স্টার বলে ভাবা যায় না।' কিন্তু একই সঙ্গে তিনি অনুযোগ করে বলেন, ' আবিরদা আজ থেকে ১০-১৫ বছর আগে আমায় যেমন ট্রিট করত আজও ঠিক তাই করে। আমারও। জেবয়স বাড়ছে সেটা মনে রাখে না।'
আরও পড়ুন: ২০২৪ - এর অন্যতম হিট বাংলা ছবি, কিন্তু অতি উত্তম তৈরি হয়েছে কীভাবে? প্রকাশ্যে আনলেন সৃজিত
অন্যদিকে আবির চট্টোপাধ্যায় এত অভিযোগ, অনুযোগ শুনেও মিমির তুমুল প্রশংসা করেন। বলেন, 'মিমি আগের তুলনায় অনেক ভালো অভিনেত্রী হয়েছে। অনেক ডিসিপ্লিনড হয়েছে। ভালো মানুষ হয়েছে। আসলে অভিজ্ঞতা মানুষকে আরও ভালো করে।'
আরও পড়ুন: সফল ক্রিকেটার, ক্রীড়া প্রশাসক হয়েও 'নিজের বাড়ি'তে থাকেন না সৌরভ! দাদাগিরিতে বললেন, 'আমিও আমার...'
আরও পড়ুন: সাধ খেলেন নাতাশা, বেবি বাম্প আগলে বরুণের সঙ্গে কাটলেন বিশেষ থিমের কেক! কবে আসছে সন্তান?
আলাপ প্রসঙ্গে
আলাপ ছবিটির পরিচালনা করেছেন প্রেমেন্দু বিকাশ চাকি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীকে। থাকবেন স্বস্তিকা দত্ত, কিঞ্জল নন্দা, দেবপ্রিয় মুখোপাধ্যায়, তন্বী লাহা রায়, প্রমুখ। আগামী ২৬ এপ্রিল বড় পর্দায় আসছে আলাপ। তার আগে জোরকদমে চলছে ছবির প্রচার। এই ছবিটি প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস।