মিমি চক্রবর্তী মাঝে মধ্যেই তাঁর ব্যক্তিগত জীবনের নানা টুকরো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে থাকেন। এদিনও তেমন ভাবেই তাঁর দুই পছন্দের এবং নিকটজনের সঙ্গে একটি মিষ্টি ভিডিয়ো পোস্ট করেন। তাঁর সেই ভিডিয়ো দেখে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। কী ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী?
আরও পড়ুন: সত্যিই সন্তান আসছে ক্যাটরিনা-ভিকির সংসারে? জল্পনার মাঝে মুখ খুললেন অভিনেত্রীর প্রতিনিধি
মিমি চক্রবর্তীর নতুন পোস্ট
মিমি চক্রবর্তী এদিন অর্থাৎ বুধবার, ২২ মে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী জিন্স এবং সাদা টপ পরে মাটিতে বসে আছেন তাঁর দুই পোষ্যকে নিয়ে। তাঁদের সঙ্গে খেলছেন তিনি। কিছু খাবারও এ তাদের দিতে চাইছেন। কথা বলছেন। পোষ্যরাও অবাক হয়ে তাকিয়ে আছে ক্যামেরার দিকে।
এদিন এই ভিডিয়ো পোস্ট করে মিমি চক্রবর্তী লেখেন, 'কিছু আবদার এর জানি নেই মানে।' ইতিমধ্যেই অনেকে তাঁর পোস্টে কমেন্ট করেছেন।
কে কী লিখছেন?
এক ব্যক্তি লেখেন, 'আবদার তো থাকবেই, ওদের ভালোবাসায় কোনও স্বার্থ নেই।' আরেকজন লেখেন, 'খুব মিষ্টি লাগছে ম্যাম।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আপনি জানেন না হাস্কি কলকাতার ওয়েদারের জন্য নয়। এতে ওদের কষ্ট হয়।'
মিমি চক্রবর্তীর কাজ
মিমি চক্রবর্তীকে শেষবার আলাপ ছবিতে দেখা গিয়েছে। সেখানে তাঁর সঙ্গে আবির চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে। রক্তবীজ ছবির পর এখানে তাঁরা আবার জুটি বেঁধেছিলেন।