রেমালের তাণ্ডবে চারিদিক তছনছ। রবিবার, ২৬ মে থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। তার মধ্যেই জঙ্গলে বেড়াতে গিয়েছেন মিমি! সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো পোস্ট করেছেন আলাপ অভিনেত্রী যা দেখে চমকে উঠেছেন সকলে। অভিনেত্রীর জুতো, হাতে ঘুরছে জোঁক। তারপর...
আরও পড়ুন: রফির গান গেয়ে 'টাইম মেশিন' খেতাব জয় শুভর, বাংলার ছেলেকে টেক্কা দিতে পারলেন বিনীত?
মিমি চক্রবর্তীর নতুন ভিডিয়ো
এদিন মিমি চক্রবর্তী একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে তাঁর পোস্ট করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে অভিনেত্রীর জুতোতে লেগে রয়েছে জোঁক। সেখান থেকে সেটিকে নিজের হাতে তুলে নেন অভিনেত্রী। তারপর আর কী? সেই জোঁক কখনও তাঁর বুড়ো আঙুলে কখনও হাতের অন্যত্র ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর রক্ত চুষছে। আর এই ভিডিয়ো দেখে হাড়হিম হয়ে গিয়েছে সকলের।
আরও পড়ুন: 'মাস্ক পরো...', অসুস্থতা কাটিয়েই মাঠে হাজির শাহরুখ, পাশে থেকে আগলে রাখলেন গৌরী
কী বলছেন সকলে?
মাত্র এক ঘণ্টায় প্রায় দশ হাজার লাইক পেয়েছে এই ভিডিয়ো। পেয়েছে বহু কমেন্টও। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন গানে ভিডিয়ো দেখে। এক ব্যক্তি লেখেন, 'তোমার ভয় লাগছে না?' আরেকজন লেখেন, 'তোমার তো একটুও ভয় নেই তুমি খাতরো কা খিলাড়ি সো -তে যাও জিতে আসবে পুরো।' কেউ কেউ আবার মিমি চক্রবর্তী আগে যে দলের প্রতিনিধি ছিলেন সেই দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গ টেনে আনেন। এক ব্যক্তি লেখেন, 'তুমি আমায় রক্ত দাও আমি তোমায় কিছু দেবো না! যাই হোক এই ভাবেই আপনার দল লোকের রক্ত চুচ্ছে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'আর একটু ধরে রাখো। তোমাকে এমন চুমু দিবে সারাজীবন মনে রাখবে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'পিসি ভাইপো এই ভাবে রাজ্যের লোকের রক্ত চুষবে।'
মিমি চক্রবর্তীর কাজ
মিমি চক্রবর্তীকে শেষবার আলাপ ছবিতে দেখা গিয়েছে। সেখানে তাঁর সঙ্গে আবির চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে। রক্তবীজ ছবির পর এখানে তাঁরা আবার জুটি বেঁধেছিলেন।