পুজো আসছে । সেপ্টেম্বর মাসেই মহালয়া । যদিও পুজো এবার অক্টোবরে । দেবী পক্ষের আগমনে আবার একটু একটু করে সেজে উঠছে আপামর বাঙালি জীবন । করোনার ভয় কাটিয়ে শুরু হয়েছে শুটিংও । আর সেখানেই এবার নতুন চমক দিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় । পান্ডেমিক পর্বের পুজোয় অধিকাংশ পাড়াতেই এবার দেবীর বোধন কিভাবে হবে তা না জানা থাকলেও টিভিতে মহালয়ার অনুষ্ঠানের শুটিং চলছে পুরোদমে । আর এবার কমলেশ্বর মুখোপাধ্যায় অকাল বোধনকে মূল প্রেক্ষাপট হিসাবে তুলে ধরবেন একটি জনপ্রিয় টিভি চ্যানেলের মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠানে। স্টার জলসার সেই অনুষ্ঠানে্ দুর্গার ভূমিকায় অভিনয় করবেন যাদবপুরের সংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।
শুধু মিমি নয় । বাংলা টেলি জগতের অতি পরিচিত মুখ, অভিনেত্রী মধুমিতা সরকারও থাকবেন এই অনুষ্ঠানে। তাঁর দেখা মিলবে সীতার চরিত্রে । রামের চরিত্রে দেখা যাবে জিতু কমলকে । রাবন সাজবেন রাজেশ শর্মা | দীর্ঘদিন পর্দায় আসেননি রাজেশ । এবার পৌরাণিক চরিত্রের হাত ধরে আবার ক্যামেরার সামনে ফিরছেন তিনি । রাবন সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে তাঁর মত কিন্তু কিছুটা আলাদা । রাবনকে তিনি কখনোই ভিলেন চরিত্র হিসেবে মনে করেন না , বরং কিছুটা ধূসর চরিত্র বলা যেতে পারে বলেই তাঁর অভিমত । শুটিংয়ে ফিরতে পেরে মধুমিতাও খুশি । আগেও তাঁকে সীতার চরিত্রে দেখা গিয়েছে মহালয়ার অনুষ্ঠানে । 'রাজেশ দার সাথে স্ক্রিন শেয়ার করবো ভেবেই ভালো লাগছে ', জানালেন মধুমিতা ।