১১ ফেব্রুয়ারি ৩৬ বছরে পা দিলেন মিমি চক্রবর্তী। তাঁর জন্মদিন উপলক্ষে এদিন মধ্যরাতেই চলল সেলিব্রেশন। বন্ধুর জন্মদিনে বাড়িতে কেক নিয়ে হাজির হয়েছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ অনেকেই। শুভেচ্ছা বার্তা পাঠাতে ভুললেন না অঙ্কুশ হাজরাও।
আরও পড়ুন: তসলিমার বই প্রকাশের 'অপরাধে' স্টল ভাঙচুর বাংলাদেশ বইমেলায়! প্রতিবাদে গর্জে উঠলেন ‘লজ্জা’ লেখিকা
মিমি চক্রবর্তীর জন্মদিন
মিমি চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে এদিন তাঁর বাড়িতে ভিড় জমিয়েছিলেন তাঁর বন্ধুরা। এসেছিলেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রমুখ। বলাই বাহুল্য তাঁরা সবাই মিলে অভিনেত্রীর জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিলেন। তাঁর বাড়ি সাজিয়েছিলেন সোনালি রূপালি রিবন, বার্থডে বেলুন, ইত্যাদি দিয়ে। এনেছিলেন তিন তিনটি কেক। অভিনেত্রী বাড়ি ফিরতেই তাঁকে চমক দেন তাঁর বন্ধুরা। তারপর অভিনেত্রীকে গিয়ে কেক কাটতে দেখা যায়।
এদিন মিমির পরনে ছিল কালো স্লিভলেস ড্রেস। তিনি টেবিলের সামনে বসে কেক কাটার আগে জানান এই বছর তিনি জীবনের থেকে কী চান। আর তাঁর সেই ইচ্ছে শুনেই হাসির ধুম পড়েন। অভিনেত্রী এদিন বলেন তিনি জীবন থেকে অনেক আনন্দ, ভালোবাসা এবং অর্থ চান। এরপর তাঁকে নিজের জন্য বার্থডে সং গাইতে শোনা যায়। তাতে বাকিরাও গলা মেলান। এরপর মিমি একে একে সব কটি কেক কাটেন। এদিন তাঁর জন্মদিন উদযাপনের ঝলক পোস্ট করেন তাঁর বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়।
অন্যদিক মিমির আরেক বন্ধু অঙ্কুশ হাজরা অভিনেত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ছবিতে দেখা যাচ্ছে মিমি অল ব্ল্যাক লুকে একটি স্কুটারে বসে আর তাঁকে পিছন দিয়ে জড়িয়ে বসে আছেন অভিনেতা। তাঁর পরনে কমলা টিশার্ট এবং জিন্স। ছবিটির ক্যাপশনে অঙ্কুশ লেখেন, 'যাই হোক খালি শুভ জন্মদিন বলতে চাই।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, বিয়ে না করলেও মিমির কিন্তু একাধিক সন্তান। তিনি তাঁর সারমেয় সন্তানদের নিয়ে ভালোই আছেন। জন্মদিনের ঠিক আগে আগেই তিনি তাঁর পঞ্চম সন্তানকে অ্যাডপট করলেন। দত্তক নিলেন একটি স্ট্রিট ডগ।