ভোট প্রচারে বেজায় ব্যস্ত মিমি চক্রবর্তী। ছুটে বেড়াচ্ছেন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে। দোল পূর্ণিমার দিন একটু বিশ্রাম। ভোট উত্তাপের মাঝেও রঙের এই উত্সবের আনন্দ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভুললেন না মিমি। এদিন বিশেষ ভিডিয়ো বার্তার সঙ্গে ফ্যানেদের দোল পূর্ণিমা তথা হোলির শুভেচ্ছা জানালেন যাদবপুরের তারকা সাংসদ।
অভিনেত্রী এবং সাংসদ হওয়ার পাশাপাশি মিমি একজন সুগায়িকাও। আর পাঁচটা রবীন্দ্রনাথের গান শুনেই ছোট থেকে বড় হওয়া, তাই বসন্ত উত্সব তো রবির গান ছাড়া অসম্পূর্ণ! এদিন ‘ওরে গৃহবাসী’ গান গেয়ে নয়, বরং কবিতার আকারে বলতে শোনা গেল মিমিকে। সঙ্গে হোলি স্পেশ্যাল ফটোশ্যুটের ঝলকের কোলাজ।
এদিন গোলাপি-নীল রঙা বাঁধনি লেহেঙ্গা-চোলিতে সেজেছিলেন মিমি, সঙ্গে অফ-হোয়াইট ওড়নাতে সুন্দরী মিমি। নায়িকার এদিনের লুক ছিল একদম আড়ম্বরহীন, কোনওরকম গহনা এই সাজে ব্যবহার করেননি তিনি।গাঁদা ফুলের মালা গাঁথতে ব্যস্ত মিমির কপালে শুধু ছোট্ট একটা টিপ আর হালকা মেক-আপ।
সম্প্রতি ভোট প্রচারে গিয়ে হুগলির পুরশুড়ায় পায়ে চোট পান মিমি, তবে এখন অনেকটাই সুস্থ আছেন। রঙের উত্সব শেষে ফের নির্বাচনী প্রচারে যোগ দেবেন।