সন্তান পুরস্কৃত হলে সকল বাবা মায়েদেরই ভালো লাগে। কিন্তু সন্তানের জন্য যদি মা বাবা পুরস্কৃত হন? তাহলে বোধহয় সেই আনন্দ বা গর্বের সীমা পরিসীমা হয় না। আর এদিন তেমনই এক অনুভূতির সাক্ষী থাকলেন মিমি চক্রবর্তী। তিনি যেমন একাধাকারে এতদিন সাংসদ ছিলেন, তেমনই তিনি দক্ষ অভিনেত্রী। বারংবার বিভিন্ন কাজে তিনি সকলের নজর কেড়েছেন। আর তাঁর সেই সমস্ত কাজের জন্যই তিনি বারংবার সমাদৃত হয়েছেন। এবার তাঁর মাকে অভিনেত্রীর মা হওয়ার জন্য পুরস্কার দেওয়া হল। আর সেই পুরস্কার খোদ অভিনেত্রীই তাঁর মায়ের হাতে তুলে দেন। এরপর নিজেই সেই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় লেখেন।
মিমি চক্রবর্তী কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়?
এদিন মিমি একাধিক ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর মায়ের হাতে রত্নগর্ভা হওয়ার পুরস্কার তুলে দিচ্ছেন। মাকে প্রণাম করতেও দেখা যায় অভিনেত্রীকে একটি ছবিতে। আর গোটা ঘটনার অভিজ্ঞতা জানিয়ে এদিন মিমি লেখেন, 'আমি কৃতজ্ঞতা জানাই বেঙ্গল চেম্বার্স অফ কমার্স এবং সবাইকে যারা এই রত্নগর্ভা অ্যাওয়ার্ডটির সাথে যুক্ত ছিল। আমি আপ্লুত যাদের সাথে এবং যেই প্যানেলিস্টদের সাথে একই মঞ্চে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে আমার মাকে আমি নিশ্চিত এটি তার জীবনের অন্যতম সুন্দর একটি মুহূর্ত।'
তিনি এদিন তাঁর পোস্টে আরও লেখেন, 'আমি ধন্যবাদ জানাই মাতৃ দিবস দিনটাকে এইরকম ভাবে সুন্দর করে তোলার জন্য। এই অ্যাওয়ার্ডটির জন্যে কতটা যোগ্য আমি জানি না কিন্তু আমি এটাই বলব যে এই অ্যাওয়ার্ডটি আমাকে আরও অনুপ্রাণিত করবে আগামী দিনে স্বচ্ছতা ও সততার সাথে ভালো কাজ করার জন্য।'
কে কী বলছেন?
অনেকেই মিমির এই পোস্টে তাঁকে এবং তাঁর মাকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকে আবার তাঁর ছবিরও প্রশংসা করেন। এক ব্যক্তি লেখেন, 'খুব খুশি হলাম দেখে। আপনারা দুজনেই এটা ডিজার্ভ করেন। ঈশ্বরের আশীর্বাদে ভালো থাকবেন।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'মাতৃদিবসের সেরা ছবি। সেরা মুহূর্ত।'
আরও পড়ুন: তোয়ালে মোড়ানো একরত্তি, জন্মের পর কেমন দেখতে ছিল দেবী? প্রকাশ্যে আনলেন বিপাশা
প্রসঙ্গত মিমি চক্রবর্তীকে শেষবার আলাপ ছবিতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে সেই ছবিতে ছিলেন আবির চট্টোপাধ্যায়। প্রেমেন্দু বিকাশ চাকি এই ছবিটির পরিচালনা করেছেন।