কোজাগরী লক্ষ্মীপুজোর দিন বাঙালি পরিবারের নারীরা মেতে উঠেছিলেন মায়ের আরাধনায়। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রেটিরাও এই দিন বড় করে পুজোর আয়োজন করে নিজের নিজের বাড়িতে। মিমি দত্তের বাড়িতেও প্রতিবছর ধুমধাম করে পালন করা হয় মা লক্ষ্মীরপুজো।
তবে মিমির বাড়িতে পুজো একটু অন্যরকম ভাবে হয়। এই দিন মা লক্ষ্মীর পাশাপাশি গণেশকেও পুজো করে থাকেন তিনি। যদিও এর পেছনে রয়েছে একেবারে একটি অন্যরকম কাহিনি। সাধারণত গণেশ এবং মা লক্ষ্মী দুজনেই সম্পত্তির দেব দেবী, তাই মা লক্ষ্মীর পাশে গণেশের স্থান থাকে সর্বদা।
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
তবে মিমি একটি অন্যরকম কারণে একসঙ্গে পুজো করে থাকেন লক্ষ্মী গণেশকে। সোশ্যাল মিডিয়ায় বাড়ির পুজোর বেশ কয়েকটি ছবি পোস্ট করে মিমি লেখেন, ‘আমি এই লক্ষ্মী গণেশ একসঙ্গে একটি গেম শোয়ে জিতে প্রাইজ পেয়েছিলাম। ২০২১ সালে এই পুরস্কার পেয়েছিলাম আমি। তারপর থেকে আলাদা করে লক্ষ্মীকে একা বসিয়ে পূজা করি না। ওদের দুজনকে আলাদা করে দেবো, একসঙ্গে এসেছিল তো তাই একসঙ্গেই পুজো করি। আমার বাড়ির লক্ষ্মী পুজো।’
মিমি যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, একটি হলুদ রঙের শাড়িতে সেজে উঠেছেন অভিনেত্রী। ছেলেকে পরিয়েছেন একটি নীল রঙের পাঞ্জাবি। ছেলের সঙ্গে খুনসুটি করতে করতেই পুজো সারেন মিমি। ছবিতে স্বামীকে দেখতে না পাওয়া গেলেও স্ত্রীর এই পোস্টে কিন্তু কমেন্ট করেছেন ওম। কমেন্ট বক্সে ভালোবাসার ইমোজি পোস্ট করতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
প্রসঙ্গত, মিমি অভিনীত ‘ইন্দু ৩’ মুক্তি পেয়েছে সম্প্রতি। বহু অপেক্ষার পর অবশেষে হইচই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেয়েছে এই সিরিজের শেষ পর্ব। এছাড়াও জি বাংলা সোনার চ্যানেলে ‘শ্রীমান ভগবান দাস’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এই সিরিয়ালে বিশ্বনাথ বসুর বিপরীতে অভিনয় করছেন তিনি।