কেবল ঋতুপর্ণা সেনগুপ্ত নন। এদিন মিমিকে দেখেও গো ব্যাক স্লোগান ওঠে। এদিন যাদবপুরের প্রাক্তন সাংসদ যাদবপুর ৮ বিতে রাত দখলের কর্মসূচিতে যোগ দিতে যান। আর সেখানেই তাঁকে দেখে পাল্টে যায় স্লোগান। বাধ্য হয়ে সেখান থেকে ফিরে যান অভিনেত্রী। তবে অন্যদিকে শ্যামবাজারে গিয়ে এদিন রীতিমত স্লোগান দেন তথাগত মুখোপাধ্যায়, শোলাঙ্কি রায়।
আরও পড়ুন: রুকমা, তনুশ্রী, মীর, মিমি, দিতিপ্রিয়া, শোলাঙ্কি: রাত দখলে ফের পথে নামল টলিউডের একাংশ
কী ঘটেছে যাদবপুরে মিমির সঙ্গে?
তিলোত্তমার বিচার চেয়ে যাদবপুর ৮ বিতে রাত দখলের অংশ নিতে যান মিমি চক্রবর্তী। কিন্তু যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফিরে যান তিনি। এদিন যাদবপুর ৮ বিতে পৌঁছে তিনি মোবাইল ফ্ল্যাশলাইটের আলো জ্বেলে প্রতিবাদ করেন। মোমবাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। কিন্তু এরপরই তাঁর উপস্থিতি মোটেই সহ্য করতে পারেননি বাকি আন্দোলনকারীরা। শুরু হয় গো ব্যাক স্লোগান। অবশেষে ফিরে যান প্রাক্তন সাংসদ।
শ্যামবাজারে তথাগত, শোলাঙ্কিদের স্লোগান
এদিন আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শ্যামবাজারে তথাগত মুখোপাধ্যায়, শোলাঙ্কি রায় মাইক হাতে স্লোগান দিচ্ছেন। তুলছেন We want justice রব। পাশে বিবৃতি চট্টোপাধ্যায়, সোহম মজুমদারকে দেখা গিয়েছে।
শ্যামবাজারে এদিন ঋতুপর্ণা সেনগুপ্ত যোগ দিতে গেলে তাঁকে রীতিমত হেনস্থা করা হয়। ওঠে গো ব্যাক স্লোগান। তাঁর গাড়িতেও রীতিমত ধাক্কাধাক্কি করা হয়।
প্রসঙ্গত ৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় রাত দখলের আয়োজন করা হয়। কলকাতার বিভিন্ন জায়গায় তো বটেই রাজ্যের বিভিন্ন জায়গা, দেশ বিদেশের বিভিন্ন প্রান্তেও রাত দখলের কর্মসূচি করা হয়েছে।
আরও পড়ুন: 'পরম্পরা প্রতিষ্ঠা অনুশাসন', কৌন বনেগা ক্রোড়পতিতে মনুর মুখে মহব্বতের আইকনিক সংলাপ! স্তম্ভিত অমিতাভ বললেন কী?