মীরের 'ঠেক'-এ এবার ফেলুদা! কিন্তু ফেলুদা হবে কে? তা নিয়ে বিরাট গণ্ডগোল মীর ও সোমকের মধ্যে। দ্বন্দ মেটাতেই অবশেষে মাঠে নামলেন টোটা রায়চৌধুরী। ভাবছেন ব্যাপার কী? আসলে চলতি মাসেই হইচই পর্দায় আবার ফিরছে 'ফেলুদা'। এবার অ্যাডভেঞ্চার ভূস্বর্গে। আর মীর আফসার আলি ও সোমক ঘোষের দ্বন্দের যে ভিডিয়োয় প্রকাশ্যে এসেছে তা আসলে 'ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর' -এর একটি প্রচারমূলক ভিডিয়ো।
ভিডিয়োয় দেখা গিয়েছে মীর তাঁর 'ঠেক'-এ 'ফেলুদা' করবেন বলে সোমককে ডেকেছেন। ভিডিয়োর শুরুতে মীর সোমককে বলেন, 'জানিস ভাবছি ফেলুদা করব। সেই জন্য তোকে...' মীরের কথা শেষ না করতে দিয়েই খুশিতে ডগমগ সোমক বলে ওঠেন, 'সাবাশ ক্যাপটেন। আমার কতদিনের ইচ্ছে ছিল। তুমি বল না কটা ডেট লাগবে? ডেট কেন? সপ্তাহ, সপ্তাহ কেন? মাস। মাস কেন? বছর দিয়ে দেব।' তখন সোমকের সব আশায় জল ঢেলে মীর বলে ওঠেন, ‘তোপসের জন্য তো এতো ডেট লাগবে না।’ তা শুনে আশাহত সোমক খানিক চটে গিয়েই মীরের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, 'আমি তোপসে করব? তাহলে ফেলুদা কে করবে?' প্রশ্ন শুনে গদগদ হয়ে ওঠেন মীর।
আরও পড়ুন: অবসাদে ভুগছেন বাবিল! ইরফানের-স্ত্রী সুতপা জানালেন, 'বারবার ওকে এভাবে...'
আর মীরের হাসি দেখে খেপে লাল হয়ে যান সোমক, বলেন, 'ওহ, ফেলুদাটা নিজের জন্য রেখে দিয়েছো। আচ্ছা। আমি চুপচাপ বসে থাকব আর তুমি জানিস তোপসে, সাবাশ তোপসে, বুঝলি তোপসে এইসব বলবে!' তখন মীর সোমককে থামিয়ে বলেন, 'দ্যাখ ফেলুদার মধ্যে যেসব গুণ রয়েছে তাঁর সব আমার মধ্যে রয়েছে।' এই কথা শুনে আরও ক্ষিপ্ত হয়ে সোমক বলেন, 'আমার মধ্যে ফেলুদার কোনও কোয়ালিটি নেই? আমাকে এত বছর ধরে চিনে, তুমি এই কথা বলতে পারলে? এই যে আমি ঘুরতে ভালোবাসি, ভূ-ভারত সম্পর্কে আমার এত জ্ঞান...' এরপর সোমককে একপ্রকার দমিয়ে মীর বলেন, 'তাহলে তুই ট্রাভেল এজেন্ট হয়ে যা, ফেলুদা হবি কেন? আর এমনিতেও পুরুষমানুষ ৫ ফিটের নীচে হলে সন্দেহ করতে হয়, আর তোর তো মনে হয়...' এই কথায় রেগে লাল সোমক উঠে দাঁড়িয়ে বলে ওঠেন, 'আমি কিন্তু এক্সঅ্যাক্টলি ৫। আর তুমি এত কথা বলছো কেন? তুমি যেন রিশতে মে...(এই সংলাপের মাধ্যমে সোমক অমিতাভ বচ্চন বলা ভালো ওঁর উচ্চতাকে ইঙ্গিত করেছেন) কেউ একটা ফিতে দাও তো।' এই ফিতের কথা শুনে খানিক ক্ষিপ্ত মীর ঠান্ডা অথচ ভারী গলায় সোমকের দিকে তাকিয়ে বলেন, কোমরে কাছে যেটা সুড়সুড় করছে সেটা চর্বি।' আর এই কথা শুনে সোমক বলেন, 'ফেলুদার সিনেমার কোনও একটা ডায়লগ বলে দেখাও তো দেখি।'
এরপরই একে পর এক 'ফেলুদা'র সংলাপ বলা শুরু করেন মীর ও সোমক। কিন্তু কোনওটাই ঠিক জমে না। শেষে মীর ফেলুদার ভালো নাম বলে দেখানোর চেষ্টা করতে গেলে একটা গম্ভীর কন্ঠস্বরে ভেসে আসে 'প্রদোষ সি. মিটার'। কিছুটা হতবাক হয়ে যান মীর ও সোমক আর সেই সময় এন্ট্রি নেন পর্দার ফেলুদা ওরফে টোটা রায়চৌধুরী। তারপর নানা কথোপকথনের শেষে টোটা দর্শকদের জানান তাঁর সিরিজ সম্পর্কে।
আরও পড়ুন: কমিক্স থেকে ক্যামেরার সামনে ‘রাপ্পা রায়’! শুরু শ্যুটিং, রইল ছবি
এই ক্রিসমাসের ঠিক আগে অর্থাৎ চলতি বছরের ২০ ডিসেম্বর হইচইতে আসছে 'ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর'। ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর অবলম্বনেই এই নতুন সিরিজ তৈরি করেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রায় দু-বছর পর ‘ফেলুদা’কে নিয়ে ফিরছেন তিনি। সিরিজে 'ফেলুদা'-এর ভূমিকায় থাকবে টোটা রায়চৌধুরী, 'জটায়ু' অনির্বাণ চক্রবর্তী এবং তোপসে'-এর ভূমিকায় থাকছেন কল্পন মিত্র।