আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরই বক্স অফিসে আসছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। এই নটী বিনোদিনীর জীবনেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ছিলেন গুরমুখ রাই। ছবিতে তাঁর লুক ঠিক কেমন হবে? কেই বা থাকছেন এই ভূমিকায়? সোমবার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি পোস্টার প্রকাশ করে তা জানানো হল।
‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’-এর এই নতুন পোস্টারে কালো ধুতি সঙ্গে ধূসর পাঞ্জাবি, মাথায় গুজরাতি টুপি, গলায় লম্বা চেন সব মিলিয়ে 'গুরমুখ রাই'-এর ভূমিকায় নজর কেড়েছেন সঞ্চালক -অভিনেতা তথা রেডিয়ো জগতের উজ্জ্বল নক্ষত্র মীর আফসার আলি। চোখে কাজলের সুরমা আর হাতে ধরা গড়গড়ায় একেবারে অনবদ্য দেখাচ্ছে অভিনেতাকে।
ছবির এই নতুন পোস্টারে প্রকাশ্যে এল তাঁর প্রথম লুকও। সোমবার সকালে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেডের পক্ষ থেকে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’-এর এই পোস্টার প্রকাশ করা হয়। এটি শেয়ার করে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়, ‘স্বার্থ এবং স্বার্থপরতার এক বিরল দর্শক ছিলেন বাংলার ধনী ব্যবসায়ী গুরমুখ রাই। শুধু বিনোদিনী নয়, তাঁর কথার মর্যাদা রাখতে অক্ষম হয়েছিল গোটা বঙ্গ সমাজ।’
মীরের এই লুক প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন তাঁর অনুরাগীরা। একজন ভক্ত লিখেছেন, ‘দারুণ হবে’। অনেকেই হার্ট ও আগুনের ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।
আরও পড়ুন: মুড ঠিক নেই রাহার, সামাল দিতে হিমশিম রণবীর! হুঁশ নেই মা আলিয়ার, ব্যস্ত ছবি তুলতে
প্রসঙ্গত, বছরের শুরুতেই কল্পতরু উৎসবের দিন ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’-এ 'শ্রী শ্রী রামকৃষ্ণপরমহংস দেব'-এর লুক কেমন হবে তাও সমাজমাধ্যামের পাতায় ভাগ করে নেওয়া হয় প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। ছবি শ্রী শ্রী রামকৃষ্ণপরমহংস দেব'-এর চরিত্রে দেখা যাবে অভিনেতা চন্দন রায় সান্যালকে। লুকটি শেয়ার করে প্রযোজনা সংস্থা ক্যাপশনে লেখে, ‘আজ থেকেই প্রায় ১৩৯ বছর আগে, ১৮৮৬ সালের ইংরেজি বছরের বর্ষপূর্তি উৎসবের দিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ধারণ করেছিলেন তাঁর কল্পতরু অবতার। বঙ্গ রঙ্গ মঞ্চের অভিনেত্রী বিনোদিনী দাসীকে তাঁর চৈতন্য লীলা নাটকের জন্যে তিনি আশীর্বাদ করেন। এই আশীর্বাদ পেয়ে বিনোদিনীর খ্যাতির মধ্য গগন থেকে মঞ্চ ত্যাগ করেন। আজ সেই বিশেষ পুণ্য তিথিকে মাথায় রেখে আমরা উন্মোচন করছি শ্রী রামকৃষ্ণ দেবের পোস্টার।’
আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব রয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। নাম ভূমিকায় থাকবেন রুক্মিণী মৈত্র।