মাছ ভেজে একটা পেল্লাই সাইজের স্টিলের থালায় কাঁটা বাছছিলেন। ইনি হলেন 'গীতাদি'। হঠাৎই সেখানে ঢুকে পড়লেন মীর, মানে মীর আফসার আলির কথাই বলছিলাম। ভাবছেন তো এই গীতাদি আবার কে! আর মীরের সঙ্গে গীতাদিন মাছের কাঁটা বাছার কী সম্পর্ক?
আজ্ঞে সম্পর্ক তো আছে। কারণ, এবার নিজের ফেসবুকের পাতায় 'গীতাদি'র গল্পই বলেছেন মীর। একসময় মীর মানেই মনে পড়ত ‘মীরাক্কেল’। তবে বহুদিন হল রেডিয়ো ছেড়েছেন, আর এখন তিনি 'গপ্পো মীর'-এর ঠেক চালান। আবার এরই ফাঁকে মাঝে মধ্যেই পরিবারের লোকজনকে নিয়ে মজার ভিডিয়ো বানিয়ে ফেসবুকে পোস্ট করে ফেলেন অভিনেতা তথা কৌতুক শিল্পী। কিছুদিন আগেই 'মাদার্স ডে' উপলক্ষে ভিডিয়ো বানাতে গিয়ে মায়ের কাছে বেইজ্জত হতে হয়েছিল মীরকে। তবে তারপরেও লজ্জা নেই! এবার বাড়িতে ভিডিয়ো বানানোর জন্য রান্নাঘরে গীতা দি-র সামনে হাজির হলেন মীর। কিন্তু তারপর?
মীর যখন গীতাদির সামনে পৌঁছলেন, তখন দেখা গেল তিনি মাছ ভেজে থালায় রেখে নিঁখুতভাবে কাঁটা বাছছেন। মীরের প্রশ্ন ছিল, ‘কী করছো তুমি?’ উত্তর এল ‘শুকনো লঙ্কা দিয়ে মাছভাজা মাখবো’। ফের বললেন, ‘শুকনো লঙ্কা, কাঁচা তেল, কাঁচা নুন দিয়ে মাছের কাঁটা ছাড়িয়ে মাখব, দিয়ে ভাত দিয়ে খাব।’ মীর জিগ্গেস করলেন, ‘এটা কি তুমি অনেকদিন ধরে এভাবে খাও? কারণ, আমি তো এই প্রথম দেখলাম।’ গীতাদি বললেন, ‘আমি প্রায় খাই, যখন কিছু মুখে ভালো লাগে না, তখন এটা খাই।’ প্রশ্ন এল, ‘ছোটবেলা থেকেই খেতে?’ গীতাদি জানালেন তিনি ছোটবেলায় এটা পান্থা দিয়ে খেতেন। মীরের ফের প্রশ্ন ছিল, ‘আর কিছু খাবে না, আলুসিদ্ধ?’ উত্তরে জানা গেল, আর কিছুই না, শুধু ওই চাট করে মাছ মাখা দিয়েই ভাত খাবেন গীতাদি।
আরও পড়ুন-আদৃতের সোহাগে-আদরে মাখামাখি হতে একান্তযাপন, মধুচন্দ্রিমায় কোথায় গেলেন 'নতুন বউ' কৌশাম্বি?
শেষে মীর 'গুডনাইট' বলতেই বল গণ্ডগোল। মীরের উত্তরে গীতাদিও গুডনাইট বললেন, তবে নিজস্ব উচ্চারণে। মীর বললেন, ‘ঠিক করে বলো।’ গীতা দি তখনই বলে উঠলেন, ‘গুডনাইট…আবার তো তুমি খ্যাক….’ বলেই হেসে ফেললেন। মীর বললেন, ‘কী বললে তুমি?’ নাহ, আর ওকথা বলতে চাইলেন না গীতাদি। ভুল কথা বলেছেন বুঝে বেশ লজ্জা পেলেন।
আর এভাবেই মীরের সোশ্যাল মিডিয়ায় উঠে এল তাঁর বাড়ির গীতাদির মজার গপ্পো। ক্যাপশানে তাই অভিনেতা, কমেডিয়ান লিখেছেন, ‘মাছ তেল লঙ্কা আর গীতা’দির গপ্পো! আপনারও কি এরকম কোনো অভ্যেস আছে?’