শেষ হয়েও হইল না শেষ…
দিন দুয়েক আগে রেডিও মির্চির সঙ্গে সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করেছেন। তার পরেই চমক! মন খারাপের মরশুমে অনুরাগীদের মুখে হাসি ফেরালেন তিনি। মীর আফসার আলি।
সম্ভবত শেষ বার তাঁর কণ্ঠে শোনা গেল 'সানডে সাসপেন্স'। তারই সঙ্গে ফিরে এল অগুনতি স্মৃতি। আবেগে ভাসলেন শ্রোতারা।
রবিবার ফেসবুকের মাধ্যমে 'সানডে সাসপেন্স'-এর এই পর্বের কথা জানান মীর। লেখেন, 'ছেড়ে বেরিয়ে আসার কয়েকদিন আগে রেকর্ড করা। গল্প পড়তে পড়তে বহু বার গলা চোক করে গেছে। ক্ষমাপ্রার্থী।'
এডগার অ্যালান পো-র 'দ্য টেল- টেইল টেল হার্ট' ছোট গল্পটি পাঠ করেছেন মীর। পোস্টে তিনি লেখেন, 'এই ডার্ক গল্পটা পড়ার জন্য আমায় সব থেকে বেশি পুশ করেছে এই গল্পের ক্যাপ্টেন, আমার প্রিয় সহকর্মী পুষ্পল গাঙ্গুলী।'
'সানডে সাসপেন্স-এ মীরের কণ্ঠ শুনে আবেগঘন অনুরাগীরা। অনেকেই বলছেন, মীরকে ছাড়া এই অনুষ্ঠান অসম্পূর্ণ। পাঠ বন্ধ না করার অনুরোধও জানিয়েছে অনুরাগীদের একাংশ। একজন লিখেছেন, 'মীর দা তুমি অনন্য, তোমার গলার আওয়াজে কখনো অনুপ্রাণিত হয়েছে, কখনো মন খুলে হেসেছি আবার কখনো বালিশ চোখের জলে ভিজিয়েছি।' জনৈক শ্রোতার বক্তব্য, 'তোমার অনুপস্থিতি টা মেনে নিতে পারছি না মীরদা'।
পুরোপুরি নয়, রেডিয়ো থেকে সাময়িক ভাবে বিরতি নিয়েছেন মীর। তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।