বাংলা নিউজ > বায়োস্কোপ > Mir Afsar Ali: ‘শিক্ষা হওয়া দরকার…’ শিক্ষক দিবসে প্রতিবাদের সুর মীরের পোস্টে

Mir Afsar Ali: ‘শিক্ষা হওয়া দরকার…’ শিক্ষক দিবসে প্রতিবাদের সুর মীরের পোস্টে

মীর আফসর আলি

আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। আর এই শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তায় প্রতিবাদের সুর চড়ালেন মীর। তিনি লিখলেন, 'শিক্ষা হওয়া দরকার।'

আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। আর এই শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তায় প্রতিবাদের সুর চড়ালেন মীর আফসর আলি। তাঁর পোস্ট প্রকাশ্যে আসতেই আবার শুরু হয়েছে বিতর্ক। গত কয়েক দিন ধরে শহরের বুকে ঘটে চলা নানা ঘটনায় সমাজ মাধ্যমের পাতায় সরব হয়েছেন তিনি। তাছাড়া নেমেছেন পথেও। আর আজ শিক্ষক দিবসেও তার ব্যতিক্রম নয়। প্রতিনয়ত অন্যায় করে চলা কিছু মানুষের বিরুদ্ধে এদিন কড়া বার্তা দিলেন মীর, লিখলেন, 'শিক্ষা হওয়া দরকার।'

আরজি কর কাণ্ডে উত্তাল শহর কলকাতা। ঘটনার পর থেকেই রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ থেকে তারকারা। প্রতিদিনই শহরের নানা প্রান্তে চলছে প্রতিবাদ মিছিল। সকলের মুখেই সুবিচারের শ্লোগান। এর মাঝেই শিক্ষক দিবসের দিন জনপ্রিয় অভিনেতা তথা বেতার শিল্পী মীর তাঁর চ্যানেল 'গপ্পো মীরের ঠেক'-এর পক্ষ থেকে শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তা একটি পোস্টের মাধ্যমে শেয়ার করে নিয়েছেন। আর সেই বার্তাতেই তিনি কিছু মানুষের বিরুদ্ধে সোচ্চার হয়ে লিখেছেন, 'কিছু লোকের শিক্ষা হওয়া দরকার'।

তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই তা হয়েছে ভাইরাল। তাঁর অনেক অনুরাগী নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন পোস্টটি। একজন লিখেছেন, ‘অ’শিক্ষা তে ভরে গিয়েছে শহর'। অন্য আর এক অনুরাগী মন্তব্য করেন, 'হবে না স্যার, চারিদিকে অশিক্ষিত ভরে গিয়েছে।' অন্য একজন 'হীরক রাজার দেশে' ছবির প্রসঙ্গ টেনে লেখেন, 'এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে! তবে এখন কী প্রতিকার? না, হীরক রাজের শিক্ষামন্ত্রী তো বলেই ছিলেন, ‘হিতাহিতের বিচার করেন কে? করেন হীরক রাজ।' আর একজন লেখেন, 'ডিগ্রি বাড়ানো শিক্ষা নয়, বিবেক বাড়ানোর শিক্ষা দরকার।'

আরও পড়ুন: 'মলেস্টাররা স্বাধীনভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে…' শিক্ষক দিবসে টলিউড নিয়ে বিস্ফোরক রূপাঞ্জনা

প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর রাত দখলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মীর। সেখান থেকে একাধিক ছবি ভিডিয়ো পোস্ট করেন মীর। তোলেন ‘We want justice’ স্লোগান। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রুকমা রায়, তনুশ্রী চক্রবর্তী-সহ টলিউডের একাধিক অভিনেতা।

আরও পড়ুন: সবার সামনে প্রাক্তন সারাকে জড়িয়ে ধরলেন কার্তিক! তবে কি জোড়া লাগল ভাঙা সম্পর্ক?

প্রসঙ্গত, শিক্ষক দিবসের সকালে নিজের সমাজ মাধ্যমের পাতায় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে ফের সরব হন। তিনি লেখেন, 'আজ সমস্ত দুর্নীতিগ্রস্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনদের আর বিশেষ করে যাঁরা মলেস্টার, স্বাধীন ভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে তাদের সবাইকে ধন্যবাদ আর হ্যাপি টিচার্স ডে (শুভ শিক্ষক দিবস) জানালাম।' আরজি কর কাণ্ডের পর আরও বেশি করে ইন্ডাস্ট্রির অন্দরের নানা খারাপ দিকগুলি বার বার উঠে এসেছে অভিনেত্রীর কথায়, সেই সব বিষয় নিয়ে তিনি বার বার সরব হয়েছেন।

বায়োস্কোপ খবর

Latest News

4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস 'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’ SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি!ভক্তকে দেখা দিলেন কিং? রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর আর কাজ করা যেত না! দাবি জাভেদ আখতারের মোদীর সমালোচনা করায় ইস্তফা মলদ্বীপের দুই মন্ত্রীর, ভারত সফরে আসবেন মুইজ্জু প্রধান বিচারপতির বাসভবনে গণেশ পুজোয় আরতি করলেন মোদী, দেখুন Video তর্ক করতে আসা ল্যাবুশানকে ভাগিয়ে দিলেন আম্পায়াররা, নির্বাসিত হতে পারেন মার্নাস আজ শুরু মহালক্ষ্মী ব্রত, অর্থ সংকট দূর করতে কী করবেন জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.