২২ এপ্রিল গোটা পৃথিবী জুড়ে ধুমধাম করে পালন করা হল ইদ। সাধারণ মানুষ থেকে সেলেব, সকলেই সামিল হয়েছিলেন এই বিশেষ দিনের উদযাপনে। আল্লাহর কাছে প্রার্থনা জানালেন সকলে। চেয়ে নিলেন পছন্দের জিনিস। এদিন অন্য সবার মতোই ইদের শুভেচ্ছা জানালেন সঞ্চালক তথা প্রাক্তন রেডিও জকি এবং অভিনেতা মীর (Mir Afsar Ali)। তিনি সোশ্যাল মিডিয়ায় সবাইকে ইদের শুভেচ্ছা জানান। তারপর আল্লাহর কাছে প্রার্থনা করেন সেই জরুরি জিনিসটা।
এপ্রিলের মাঝামাঝি যে প্রচন্ড দাবদাহে বাংলা পুড়ছে। যে জ্বালাপোড়া গরমে মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে সেটার হাত থেকে বাঁচাতে প্রার্থনা জানালেন আল্লাহর কাছে। বললেন বৃষ্টি দিতে।
মীর এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লেখেন, 'এবার এই ইদে আল্লাহ সত্যি সত্যি মেঘ দে, পানি দে, ছায়া দে। খুব গরম আল্লাহ। রেহেম আল্লাহ।' তাঁর এই ফেসবুক পোস্টেই তিনি সকলকে ইদ মুবারক জানান। সত্যি গত দুই সপ্তাহ ধরে যে প্রচণ্ড দাবদাহ বইছিল বাংলায় তাতে সকলেই হাঁসফাঁস করছিলেন।
তাঁর এই পোস্টে একটি মসজিদের ছবি দেখা যায়। অনেকেই তাঁর এই পোস্টে সহমতি জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'একদম ঠিক বলেছেন দাদা। এই অসহ্য গরমে আর কিছু চাওয়ার নেই।' আরেক ব্যক্তি লেখেন, 'একদম তাই। এখন এটাই চাওয়ার কেবল।'
যদিও ইশ্বর তাঁর এই কাতর আবেদন রেখেছেন। তাঁর মনের ইচ্ছা পূরণ করে এদিন দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় স্বস্তির বৃষ্টি নামে। চলে ঝোড়ো হাওয়াও। মেদিনিপুর, দক্ষিণ চব্বিশ পরগণা,কলকাতা, প্রমুখ জায়গায় বৃষ্টি নামে।
প্রসঙ্গত, মীর আপাতত রেডিও, সঞ্চালনা থেকে খানিক দূরে সরে গিয়ে নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। সেখানে তিনি তাঁর শ্রোতাদের গল্প শোনান। এই চ্যানেলের নাম গপ্পো মীরের ঠেক। তাঁর গলার জাদুতেই আরও একবার নতুন করে মুগ্ধ করছেন তিনি সকলকে এই উপায়ে। মাত্র কয়েক মাসেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে তাঁর এই চ্যানেল।