মীর আফসার আলি মানেই রেডিয়োতে সকাল সকাল সেই গমগমে কণ্ঠস্বর বা সানডে সাসপেন্স। এবং অবশ্যই মীরাক্কেল। কিন্তু রেডিয়ো ছেড়েছেন তিনি বেশ কয়েক বছর হল। এখন তিনি গল্পের ঠেক চালান। আর সেই গপ্পো মীরের ঠেকের জন্য মাদার্স ডে স্পেশ্যাল ভিডিয়ো বানাতে গিয়ে নাজেহাল হলেন তিনি! শেষ পর্যন্ত কি ভিডিয়ো বানাতে পারলেন?
মাদার্স ডে উপলক্ষে মীরের ভিডিয়ো
এদিন মীর তাঁর ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁর মা রান্নাঘরে কাজ করছেন। তখনই সেখানে যান মীর। এবং মাকে বলেন, 'একটা ভিডিয়ো করব।' এটা শুনেই তাঁর মা বলেন, 'আমি তো জানি তোমার কোনও ধান্দা না থাকলে তুমি আসো না।' এরপর মীর যখন আবার বলেন, 'একটা ভিডিয়ো করি মাদার্স ডের জন্য।' কিন্তু তাঁর মা কোনও উত্তর দেন না।
আরও পড়ুন: বৃষ্টি মাথায় প্রচারের মাঝে দুদণ্ড শান্তি যেন! বিশেষভাবে সক্ষম ভক্তের আবদার মিটিয়ে সেলফি তুললেন দেব
এরপর মীরকে তাঁর মাকে একটা উপহার দিতে দেখা যায়। জিজ্ঞেস করেন তিনি গপ্পো মীরের ঠেক শোনেন কিনা। কিন্তু তিনি সাফ সাফ জানিয়ে দেন মাঝে মধ্যে শোনেন। ছেলের মান রেখে বলেন না যে রোজ শুনি। এটা দেখে বেজায় অপ্রস্তুতে পড়েন মীর। পরিশেষে মাতৃদিবসের শুভেচ্ছা জানাতে মীরের মা একটাই জবাব দেন, 'ইটস ওকে।' তাঁদের মা ছেলের এই খুনসুটি দেখে সকলেই ভারী মজা পেয়েছেন।
মীর এদিন এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'মায়ের সাথে যত ইচ্ছে গপ্পো করো। কিন্তু ক্যামেরা অন করা চলবে না।' একই সঙ্গে বলেন, 'আমার জীবনের প্রথম গল্প বলিয়ে হলেন আমার মা। কিন্তু এই আজকের বিশেষ দিনের আমাদের উদ্যোগ অসফল হল।'
মীর তাঁর পোস্টার শেষে মা বাবার সঙ্গে কোলাজ ভিডিয়ো পোস্ট করেছেন। অনেকেই তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন।
আরও পড়ুন: টলিউডের পর বলিউডে সুযোগ মধুমিতার, মুম্বইয়ে জোড়া কাজ পেতেই বললেন, 'বাংলা ছাড়ছি...'
আরও পড়ুন: চিনতে পারেননি শিল্পা, ইডেনে কেকেআরের শেষ ম্যাচে ঋতুপর্ণার সঙ্গে সেলফি সুহানা-অনন্যাদের
কে কী বলেছেন?
এক ব্যক্তি লেখেন, 'এই ভিডিয়োটি একেবারে পারফেক্ট। কারণ আপনাদের আসল রূপ, খুনসুটি এখানে উঠে এসেছে।' ইমন চক্রবর্তী লেখেন, 'ইটস ওকে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'চমৎকার, কি মিষ্টি এটা... সব মায়েরা এমনই হয় বোধহয়…নিশ্চয় কিছু ধান্দা আছে আর ইটস ওকে এই দুটো লেটেস্ট!' চতুর্থ ব্যক্তি লেখেন, 'মা আর সন্তানের কোন বিকল্প নেই। পৃথিবীর সেই সব মায়েরা ভাল থাকার চেষ্টা করুক যাদের সন্তান না ফেরার দেশে আছে।এই প্রার্থনা রইল।'