দেবলীনা কুমার ভীষণ ফিটনেস ফ্রিক। যেমন ভালোবাসেন সাইক্লিং করতে তেমনই পছন্দ করেন জিমে ঘাম ঝরাতে। তবে সেখানেই কি না তাঁর উপরে হল অত্যাচার! সেটাও আবার ‘সকালম্যান’ মীরের চোখের সামনে! ভাইরাল হওয়া সেই ভিডিয়োটা মিস করবেন না যেন!
ভিডিয়ো-র ক্যাপশনে মীর লিখলেন, ‘ভাইফোঁটার দিনও এরকম নির্মম কি করে হতে পারে @fitnesscoach_arijeet??? দেবলীনা কুমার তুমি রকস্টার। আমার সব সহমর্মিতা তোমার সঙ্গে রইল।’ এর জবাবে দেবলীনা লিখলেন, ‘থ্যাঙ্ক গড এই অত্যাচার তুমি ক্যামেরাবন্দি করেছ’। এক নেট-নাগরিক লিখলেন, ‘তীব্র প্রতিবাদ জানাই। গলা পর্যন্ত খেটে হাঁসফাস করার দিনে এ কীরকম অত্যাচার’!
তা কী রয়েছে ভিডিয়োতে ভাবছেন?
দেখা যাচ্ছে স্লেড পুল করছেন দেবলীনা। আর বারবার বলছেন ‘হবে না’। কিন্তু ছাড়তে রাজি নন জিমের ইনস্ট্রাকটর। বারবার হাল ছেড়ে বসে পড়ছেন তিনি, আর টেনে টেনে তুলছে ইনস্ট্রাকটর। আর তখনই ক্যামেরার পিছন থেকে মীর বলে ওঠেন, ‘এই একদম গায়ে হাত দেবেন না। যমের দুয়ারে দেখছি আমাদেরই কাঁটা দিতে হবে।’ সঙ্গে দেবলীনাকে পরামর্শ দেন, ‘তুমি এই অত্যাচার থেকে বাঁচতে ফোঁটা দিয়ে দাও ওকে’। মীরের প্রশ্নতেই এরপর জানা গেল ৫০ কেজির ওয়েট আর তাঁর উপর দাঁড়িয়ে থাকা ইনস্ট্রাকটরকে টেনেছেন দেবলীনা।
টলিউডে পা রাখার আগে ওজন ঝরিয়ে ছিপছিপে হয়েছেন দেবলীনা কুমার। নিজের সেই জার্নি একাধিকবার শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কড়া নিয়ম মেনে চলেন। তবে সেটা শরীরচর্চার, ডায়েটে ফাঁকি থাকেই মাঝেমধ্যে। বাড়িতেও কিছু মেশিন কিনে একটি ছোট জিম তৈরি করেছেন। আসলে জিম বা শরীরচর্চা করতে হবে বলে করেন না, বরং শরীরচর্চা করতে পছন্দ করেন। অনুপ্রেরণা দেন অনেককেই।