এই ছোট্ট ছেলেটি এখন আর অবশ্য ছোট নেই। আপনার খুবই পরিচিত। নিমেষে আপনার মুখে হাসি এনে দেয়। আর রেডিয়োতে গলার আওয়াজ না শুনলে তো শান্তিই পান না মনে!
1/4নিজের ছোটবেলার এই ছবিটি শেয়ার করে নিয়েছেন এই বাঙালি। ভাবছেন কে তিনি? এই লোকটার গলা আপনারা রেডিয়োতে শোনেন, টিভিতে শো সঞ্চালনা করতে দেখেন, আবার দেখেন বড় পরদাতেও। কমেডি-র দুনিয়ায় এর নাম তো আকাশছোঁয়া। ঠিকই ধরেছেন কথা হচ্ছে মীর আফসার আলি-র। নিজের ছোটবেলার ছবিটি মীরই শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন, ৩৭ বছর আগে কোনও এক গরমের ছুটিতে তোলা হয়েছিল ছবিটা।
2/4রেডিও জকি এবং উপস্থাপক হিসেবে এক যূুগের বেশি সময় ধরে কাজ করে আসছেন মীর। ডিডি বাংলার নিউজ প্রোগ্রাম খাস খবর-এর মাধ্যমে টিভির পরদায় প্রথম আবির্ভাব হলেও জি বাংলায় অনুষ্ঠান মীরাক্কেল-এর মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছন। সঙ্গে মির্চি-তে তাঁর গলায় ‘সানডে সাসপেন্স’ ভালোবাসে না এমন মানুষ পাওয়াই দুষ্কর।
3/4অভিনয়ও করেছেন বেশ কিছু ছবিতে। এই তালিকায় রয়েছে ভূতের ভবিষ্যৎ, চ্যাপলিন, নটবর নট আউট, কলকাতার কলম্বাস, ধনঞ্জয়-এর মতো ছবিতে। মাসকয়েক আগে নতুন ছবির খবর সামনে এনেছএন তিনি। নাম ‘বিজয়ার পরে’। স্বস্তিকার বিপরীতে দেখা যাবে তাঁকে। দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি এই ছবি। মীর আর স্বস্তিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মমতা শঙ্কর ও দীপঙ্কর দে।
4/4সম্প্রতি ‘টাইমস ম্যান অফ দ্য ইয়ার ২০২২ (বিনোদন)’ সম্মান পেয়েছেন মীর। সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন নিজেই। আর তাতে অনুরাগীরা শুভেচ্ছা আর ভালোবাসা জানাতে ভোলেনি।