বাংলা নিউজ > বায়োস্কোপ > ভারত-পাক ম্যাচের উত্তেজনা! ডেলিভারি বয়কে কাছে টেনে নিলেন মীর, প্রশংসা নেটপাড়ার

ভারত-পাক ম্যাচের উত্তেজনা! ডেলিভারি বয়কে কাছে টেনে নিলেন মীর, প্রশংসা নেটপাড়ার

মীরের নতুন কীর্তি ভাইরাল

ভারত-পাক ম্যাচের উত্তেজনায় বসতেই একা পারছিলেন না মীর। অবশেষে সঙ্গী হিসাবে কাছে টেনে নিলেন জোম্যাটো ডেলিভারি বয়কে। 

যাকে বলে নেইল বাইটিং ফিনিশ! ভারত-পাক মহারণ চলছে মেলবোর্নে এদিকে বাড়ির ড্রয়িং রুমে বসতেই পারছেন না মীর! উত্তেজনায় ছটপট করছেন ‘সকালম্যান’। এইরকম টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ একা বসে দেখাটা বড্ড ম্যারম্যারে। তাই মন খোঁজ করছিল একজন পার্টনারের। ব্যাস, সেই সময় মীরকে খাবার দিতে আসেন এক ব্যক্তি। আর সেই ডেলিভারি বয়কেই ঘরে ডেকে নিয়ে এলেন মীর। এরপর সেই জোম্যাটো বয়ের সঙ্গে বসেই এনজয় করলেন বিরাট কোহলির রাজকীয় ইনিংস, এবং টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়।

ফেসবুকে একটি ভিডিয়ো তুলে ধরেছেন মীর। সেখানে দেখা যাচ্ছে ম্যাচ চলাকালীন হঠাৎই তাঁর বাড়ির কলিং বেল বেজে ওঠে। এক ডেলিভারি বয় তাঁকে খাবার পৌঁছে দিতে এসেছে। এরপর মীর সটান তাঁকে ঘরে ঢুকে খেলা দেখবার প্রস্তাব দেন। শুরুতে একটু কিন্তু কিন্তু বোধ করছিল মধুসূদন নামের ওই ডেলিভারি বয়। কিন্তু ভারত-পাক ম্যাচ দেখার আমন্ত্রণ, তাও মীরের তরফ থেকে! ফেরানো যায়? তাই শেষ কয়েক মুহূর্ত মীরের ম্যাচ দেখবার সঙ্গী হয়ে উঠল এই আগন্তুক।

সোফায় বসে খেলা দেখলেন দুজনে। ১৯তম ওভারে রাউফের বলে বিরাট ছক্কা হাঁকাতেই লাফিয়ে উঠেন মীর। ওই ডেলিভারি বয়ের সঙ্গে কথাও বলেন। জেনে নেন তাঁর নাম-পরিচয়। পাশাপাশি জানান, ভারত-পাক ম্যাচ দেখতে দেখতে সিঙাড়া খাওয়ার মন করছিল, তাই অর্ডার দিয়েছিলেন। গোটা ভিডিয়োয় অবশ্য সেই সিঙাড়াতে হাত দিতে দেখা যায়নি মীরকে। ওইরকম চাপের পরিস্থিতি কোনও ক্রিকেট ভক্তই যে খেতে পারবেন না তা বলাই বাহুল্য।

শেষ বলটা অশ্বিন লং অফের উপর দিয়ে হাওয়ায় তুলে দিতেই লাফিয়ে উঠে ওই ডেলিভারি বয়কে জড়িয়ে ধরলেন মীর। পাক বধের আনন্দ এভাবেই ভাগ করে নিলেন এক অজানা-অচেনা ডেলিভারি বয়ের সঙ্গে।

মীরের এই মানবিকতাকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা। সকলের মত, ‘এটা একমাত্র আপনিই পারেন দাদা’। অনেকে লিখছেন, ‘তোমার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল’।

 

 

বন্ধ করুন