ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিনে র্যাম্প কাঁপাল শাহিদ কাপুরের সুন্দরী স্ত্রী মীরা রাজপুত। প্রথম দু'দিনে ডিজাইনারদের হয়ে র্যাম্পে হেটেছেন সোহা আলি খান, কঙ্গনা রানাওয়াত, শ্রুতি হাসান, ম্রুণাল ঠাকুররা। ফ্যাশন ডিজাইনার আইশা রাও-র শো স্টপার হয়ে র্যাম্পওয়াক করেন মীরা। ছবি দেখে চোখ ফেরাতে পারছে না নেট-নাগরিকরা।
মীরার র্যাম্পওয়াকের ছবি আর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর পোশাকটি সামার ওয়েডিংয়ের জন্য আদর্শ। মীরার পোশাকে রয়েছে চওড়া স্ট্রাপের ব্রালেট, যার নেকলাইন সুইটহার্ট কাটের। যাতে নানা রঙের এমব্রয়ডারি করা রয়েছে। ব্রালেটের ম্যাচিং স্কার্টই পরেছেন মীরা। চলুন এবার দেখে নেওয়া যাক ছবিগুলো--
২০১৫ সালে বিয়ে করেন শাহিদ আর মীরা। বিয়ের পর থেকেই নিজের ফ্যাশনের জন্য লাইমলাইটে থাকেন তিনি। যদিও সেভাবে ক্যামেরার সামনে তাঁকে দেখা যায়নি। শাহিদের সাথে কিছু চ্যাট শো-তে অংশ নিয়েছেন, হেঁটেছেন র্যাম্পে, অ্যাওয়ার্ড শো-তেও গিয়েছেন বেশ কয়েকবার।
সংসার, দুই সন্তান সামলান মীরা! সঙ্গে ইন্টিরিয়ার ডিজাইনারের কাজও করছেন। ২০১৬ সালে জন্ম হয় তাঁদের প্রথম মেয়ের। মিশা কাপুর আসার ২ বছরের মাথায় ছেলে জেইনের জন্ম দেন মীরা।
প্রায় প্রতিদিনই ইনস্টাগ্রামে কিছু না কিছু শেয়ার করে থাকেন মীরা। শাহিদকে নিয়ে আপডেট দিতেও ভোলেন না একেবারেই। সাথে থাকে দুই সন্তানের ঝলকও।