বাংলা নিউজ > বায়োস্কোপ > Mirakkel Apurba: 'ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১টা আইনজীবী পুষছে', ঠিক কী বলছেন মীরাক্কেলের অপূর্ব

Mirakkel Apurba: 'ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১টা আইনজীবী পুষছে', ঠিক কী বলছেন মীরাক্কেলের অপূর্ব

কী প্রশ্ন তুললেন মীরাক্কেলের অপূর্ব রায়?

অপূর্বকে বলতে শোনা যাচ্ছে, ‘একটু নিচে নামলাম। এই পশ্চিমবঙ্গে প্রত্যেকমুহূর্তে ভয়। ভূতের ভয়! অদ্ভূতের…।’

আরজি কর কাণ্ডের পর রাজ্য জুড়ে প্রতিবাদের আবহ। এই ঘটনা যেন এক ধাক্কায় এরাজ্যের ছবিটা বদলে দিয়েছে। নির্যাতিতার বিচার চেয়ে মানুষ এখন ক্ষোভে ফুঁসছে। ঠিক তখনই এরাজ্যের আরও নানান বিষয় নিয়ে একটু অন্য়ভাবে প্রতিবাদে মুখর হলেন মীরাক্কেল খ্যাত জনপ্রিয় কমেডিয়ান অপূর্ব রায়।

একটি ভিডিয়ো পোস্ট করে আরও একাধিক বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছে অপূর্বকে। ভিডিয়োতে তাঁকে উঁচু জায়গায় কিছুক্ষণ বসে থাকার পর ঝপ করে নিচে নামতে দেখা যাচ্ছে। তারপরই অপূর্বকে বলতে শোনা যাচ্ছে, ‘একটু নিচে নামলাম। এই পশ্চিমবঙ্গে প্রত্যেকমুহূর্তে ভয়। ভূতের ভয়! অদ্ভূতের…।’

এরপরই তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘কাটমানি, ছাটমানি, পাটমানি, সবকিছু কেটেছেটে এলাকার রাস্তায় কালো পিচ পড়ল। এক বর্ষায় সেই পিচ ছুয়ে কালীঘাটের দিকে বয়ে গেল। রাস্তার হাল এখন সন্দীপ ঘোষের মনের থেকেও খারাপ। সেই রাস্তা দিয়ে ইস্কুল পড়ুয়ারা সাইকেল চালিয়ে ঠিক করে যেতেও পারে না। হাঁটুর ব্যাথা, প্রাণের ঝুঁকি নিয়ে বয়ঃজ্যেষ্ঠরা রাস্তা পার হয়। এই বিষয় নিয়ে আমি প্রতিবাদ করি না। যদি রাত্রিবেলা দিদির লোকেরা ঢুকে যায়। রাস্তায় হিজড়ে মাসি ধরলে টাকা চায়, টাকা না দিলে অভিষাপ দেয়। আমি এই বিষয়ে প্রতিবাদ করিনা, ভয়ে। যদি অভিষাপের মাত্রা বেড়ে যায়। সাউথে পুলিশ (পুলিশ গ্রেফতার করবেন না প্লিজ) ট্রাফিক সামলায় কম, ছোটহাতি, লরি ধরে বেশি। দেশাত্মবোধক ড্রেস পরা সিভিকরা নিজেকে ভাবে মেসি। এই চল চল, আগে, ফট…। আমি এবিষয়ে প্রতিবাদ করি না, ভয়ে। যদি রাত্রিবেলা সিভিক পুলিশ ঘরে ঢুকে যায়।'

এরপরই অপূর্বর প্রশ্ন, 'হাসি পেল? এই ভয়ের জন্য অনেক মানুষ মানসিক ভারসাম্যহীন হয়েছে। এই ভয়ের জন্য অনেক মানুষ গৃহহীন হয়েছে। এই ভয়ের জন্য অনেক মানুষ, নিজের স্বপ্ন, সখ, আল্লাদ, সম্পর্ক, ত্য়াগ করে নিরুদ্দেশ হয়েছে। সবকিছু জেনে ভয় পাইনি বলে ডক্টর ম্যাডামকে নৃশংসভাবে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হয়েছে। আর ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১টা আইনজীবী পুষছে। তাই তো প্রত্যেকদিন জনতা ফুঁসছে। এই ভয়ের জন্য অনেকে স্ব-ইচ্ছায় পৃথিবীর মায়া ত্যাগ করেছে। ছোট্ট সাজেশন, ভয় বাইরে নেই, আপনার অন্তরে আছে। যে ভয় দেখাচ্ছে, সে ভয় পেয়ে আছে। তাই আপনিও দেখান ভয়। যে বিষয়টার জন্য আপনি ভয় পাচ্ছেন, সে বিষয়টা আপনার গুরুত্বছাড়ামূল্যহীন। তাই ভয়কে নয়, নিজেকে সময় দিন। সময়ের হাত ধরে ভয় তিহার জেলে বন্দি হয়ে যাবে। We Want Justice. জয় হিন্দ। ’

এই ভিডিয়োর একটা অংশ বীরভূম জেলা CPIM-এর তরফেও পোস্ট করা হয়েছে। ক্যাপশানে লেখা, শুনুন কী বলছেন মীরাক্কেল খ্যাত মানুষটি। নেটপাড়ার অনেকেই অপূ্র্বর এই ভিডিয়োর নিচে সাধুবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৭-এর সবথেকে জনপ্রিয় প্রতিযোগী ছিলেন অপূর্ব। তাঁর বহু ভিডিয়ো এর আগেও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

বায়োস্কোপ খবর

Latest News

শনিতে ভারী বৃষ্টি চলবে, ১৬টি জেলায় জারি হলুদ সতর্কতা! সপ্তমীতেও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো, এই বছরের শুভ সময়, মন্ত্র জেনে নিন রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের 'পুলিশ এই লাথি মারল ডাক্তারদের মুখ্যমন্ত্রীকে ভরসার উপর', সোচ্চার বিজেপি ‘ইজরায়েলি টাইম মেশিন’ দিয়ে বয়স কমানোর প্রতিশ্রুতি দিয়ে ৩৫ কোটি প্রতারণা দম্পতির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.