এদিন সিপিএম বীরভূমের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয় যেখানে মীরাক্কেল খ্যাত অপূর্ব রায়কে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে একাধিক বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়। তিনি বাদ দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে। কটাক্ষ করেন পুলিশকেও। আরজি কর কাণ্ড নিয়ে এদিন কী কী বললেন এই জনপ্রিয় কমেডিয়ান?
আরও পড়ুন: মৌলবাদের বিরুদ্ধে বারবার গর্জে শাহরিয়ার কবিরের নামেই গণহত্যার অভিযোগ! গ্রেফতার বাংলাদেশি লেখক
আরও পড়ুন: ফের মৌসুমীকে কড়া কথা কুণালের! কেন বললেন, 'হাত জোড় করে ক্ষমা চান'
কী বললেন অপূর্ব রায়?
এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে অপূর্বকে বলতে শোনা যায়, 'কাটমানি, ছাটমানি, পাটমানি, সব কিছু কেটেছেঁটে এলাকার রাস্তায় কালো পিচ পড়ল। এক বর্ষায় সেই পিচ ধুয়ে কালীঘাটের দিকে বয়ে গেল। রাস্তার হাল এখন সন্দীপ ঘোষের মনের থেকেও খারাপ। সেই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া সাইকেল চালিয়ে ঠিক করে যেতেও পারে না। হাঁটুর ব্যথা, প্রাণের ঝুঁকি নিয়ে বয়োজ্যেষ্ঠরা রাস্তা পার হয়। ভয় হয়। ভয় হয় যদি তিনু, ওহ তিনু না দিদির লোকেরা ঘরে ঢুকে যায়।'
তিনি এদিন আরও বলেন, 'রাস্তায় হিজড়ে মাসি ধরলে টাকা চায়। টাকা না দিলে অভিশাপ দেয়। আমি এই বিষয়ে প্রতিবাদ করি না ভয়ে, যদি অভিশাপের মাত্রা বেড়ে যায়। সাউথে পুলিশ, পুলিশ কেস দেবেন না প্লিজ। সাউথে পুলিশ ট্রাফিক সামলায় কম, রাস্তা জ্যাম করে ছোট হাতি লড়ি ধরে বেশি। দেশাত্মবোধক ড্রেস পরে সিভিকরা নিজেদের ভাবে মেসি। আমি এই বিষয়ে প্রতিবাদ করি না ভয়ে, যদি রাত্রিবেলা সিভিক পুলিশ ঘরে ঢুকে যায়।'
অপূর্বকে এই ভিডিয়োতে আরজি করের নির্যাতিতাকে নিয়েও কথা বলতে শোনা যায়। তিনি বলেন, 'সব কিছু জেনে ভয় পায়নি বলে ডাক্তার ম্যাডামকে নৃশংস ভাবে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হয়েছে। আর ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১ টা আইনজীবী পুষছে। তাই তো প্রত্যেকদিন জনতা ফুঁসছে। এই ভয়ের জন্য অনেকে স্বইচ্ছায় পৃথিবীর মায়া ত্যাগ করেছে।'
আরও পড়ুন: একজন ডাকাবুকো, আরেকজন ভীতু! ‘দুই শালিক’-এ তিতিক্ষা-নন্দিনীর নায়ক হচ্ছেন কারা?
আরও পড়ুন: 'আমার সময় দরকার ছিল...', দীর্ঘ ৯ বছরের বিরতির অবসান ঘটিয়ে বলিউডে ফিরছেন আদনান! কোন ছবিতে প্লেব্যাক করলেন?
পরিশেষে অপূর্ব এই ভয়ের বিরুদ্ধে লড়াই করার বার্তা দেন। বর্তমানে দারুণ জনপ্রিয় হয়েছে তাঁর এই ভিডিয়ো।