একের পর এক খুন, চলল গুলি, আরও রক্তাক্ত হয়ে সামনে আসতে চলেছে ‘মির্জাপুর-৩’। ইঙ্গিত ছিল যে কালিন ভাই-গুড্ডু পণ্ডিতের সঙ্গে লড়াই আরও জোরদার হবে। তেমনই ঝলক নিয়ে সামনে এল মির্জাপুর ৩ ট্রেলার। গুড্ডু পণ্ডিত-এর চরিত্রটিকে যথাযতভাবে ফুটিয়ে তুলতে একসময় ব্লকবাস্টার ‘ফুকরে’ ফ্র্যাঞ্চাইজির ছবি থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা আলি ফজল। মির্জাপুর সিজন ৩-এর ট্রেলারে জুড়ে মূলত তাঁর চরিত্রটিই সবথেকে বেশি উঠে এল।
এখানেই শেষ নয়, 'কালিন ভাইয়া' হয়ে দেখা মিলল পঙ্কজ ত্রিপাঠির। তারই সঙ্গে 'ভাউকাল'-এর ফিরে আসারও যথেষ্ঠ ইঙ্গিত মিলল। তবে যে 'মুন্না ভাইয়া'-কে ঘিরে 'মির্জাপুর'-এর গদি দখলের লড়াই, ‘মির্জাপুর-৩’ ট্রেলারে সেই অনুপস্থিত।
ট্রেলার দেখে কী বলছে নেটপাড়া
মির্জাপুর -৩ ট্রেলার বের হতেই সেটা নিয়ে নেটপাড়ায় চর্চা শুরু হয়েছে। একজন লিখেছেন, ‘নো মুন্না ভাইয়া নো মির্জাপুর’। একজন লিখেছেন, ‘ভো ভাউকাল নি রাহা জো মুন্না ভাইয়া নে বানায়া থা। গালাত কিয়ে তুম প্রাইম ওয়ালো’ অর্থাৎ মুন্না ভাইয়ার বানানো ভাউকাল আর নেই, প্রাইমওয়ালারা এটা ঠিক করেনি। কারোর কথায়, ‘ট্রেলার তো বাড়িয়া হ্যায় পর বিনা মুন্না ভাইয়া কি কমেডি নেহি মিলেগি’ (ট্রেলার দারুণ, তবে মুন্না ভাইয়াকে ছাড়া কমেডিটাই মাটি)। কেউ আবার বলছেন, ‘মুন্না ভাইয়া নেহি হে ট্রেলার ভি ইতনা দমদার নেহি হ্যায় পাতা নেহি সিরিজে মে মাজা আয়েগা ভি ইয়া নেহি।’ (মুন্না ভাইয়া না থাকলে ঠিক জমল না ট্রালার, জানি না সিরিজটা দেখতে ভালো লাগবে কিনা।
প্রকৃতপক্ষে, অনেকেই সিজন শেষে দিব্যেন্দুর মুন্নাকে শেষ নিঃশ্বাস নিতে দেখা যায়। তবে নেটদুনিয়া মনে করছে মুন্না ভাইয়া 'অমর' এবংএই চরিত্রটি ফিরে আসতে বাধ্য।' কারোর কথায়, ‘মেরা দিল কেহতা হ্যায় মুন্না ভাইয়া জিন্দা হ্যায়’। কেউ আবার মির্জাপুরের আগের একটা পর্বের লাইন তুলে লিখেছেন, ‘মুন্না ভাইয়া, হিন্দি ফিলিম কে হিরো হ্যায় বে হাম, হামে কোই নেহি মার সকতা, হাম আমার হ্যায় | #EP3’। তবে দিব্যেন্দু তাঁর আইকনিক ভূমিকায় পুনরায় অভিনয় করতে চলেছেন কিনা তা কেবল সময়ই বলবে।
প্রসঙ্গত, ‘মির্জাপুর-৩’ সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন করণ অংশুমান ও পুনীত কৃষ্ণ। সিরিজে আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও রয়েছেন শ্বেতা ত্রিপাঠি শর্মা, বিজয় ভার্মা, রাসিকা দুগ্গল, আনজুম শর্মা, প্রিয়াংশু পেনিউলি, শিবা চাড্ডা, রাজেশ তাইলাং এবং হর্ষিতা গৌর। মির্জাপুর সিজন ৩ OTT=তে ৫ জুলাই থেকে দেখা যাবে।