বাংলা নিউজ >
বায়োস্কোপ > Miss Wales Darcey Corria: গাড়ি দুর্ঘটনায় আহত ব্রিটেনের ২১ বছরের সুপার মডেল, ভেঙেছে শরীরের একাধিক হাড়
Miss Wales Darcey Corria: গাড়ি দুর্ঘটনায় আহত ব্রিটেনের ২১ বছরের সুপার মডেল, ভেঙেছে শরীরের একাধিক হাড়
Updated: 23 Jan 2023, 07:46 AM IST
Priyanka Bose
Miss Wales 2022: গাড়ি দুর্ঘটনায় আহত ‘মিস ওয়েলস ২০২২’ ডার্সি কোরিয়া। শরীরে একাধিক চোট পেয়েছেন, ভেঙেছে হাড়ও। ভর্তি রয়েছেন হাসপাতালে।
1/5ব্রিজেন্ডের কাছে গাড়ি দুর্ঘটনায় আহত সুপার মডেল। বছর ২১-এর ডার্সি কোরিয়া ‘মিস ওয়েলস ২০২২’-এর খেতাব বিজয়ী। (ছবি ইনস্টাগ্রাম)2/5বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। তড়িঘড়ি ওই মডেলকে কার্ডিফের ইউনিভার্সিটি হসপিটাল অফ ওয়েলস (ইউএইচডব্লিউ)-এ ভর্তি করা হয়। 3/5দুর্ঘটনায় শরীরের একাধিক স্থানে আঘাত পেয়েছেন ডার্সি। পেলভিস (শিরদাড়ার কাছে একটি হাড়) ভেঙেছে, ঘাড়েরও দুটি হাড় ভেঙেছে।4/5মে মাসে মিস ওয়ার্ল্ডের প্রতিযোগীতায় অংশ নেওয়ার কথা ছিল এই সুপার মডেলের। তবে দুর্ঘটনার প্রভাব তাঁর প্রস্তুতিকে ব্যহত করবে বলে মনে করা হচ্ছে। 5/5একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডার্সি জানিয়েছেন, আগের তুলনায় ভালো আছেন তিনি। আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তবে এখনও অনেকটা পথচলা বাকি।অন্য গ্যালারিগুলি