২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিত হতে চলেছে মিস ওয়ার্ল্ড ২০২৫। চলতি বছরের এই অনুষ্ঠান আয়োজিত হবে তেলেঙ্গানায়। এই ইভেন্টের জন্য তেলেঙ্গানা সরকার ২০০ কোটি টাকা বিনিয়োগ করার চিন্তাভাবনা করেছে, যার বিরোধিতা করতে শোনা গেল বিআরএস নেতা কেটি রামা রাওকে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে উদ্দেশ্য করে কী বললেন তিনি?
৭২ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা আগামী ৭ মে থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে হায়দরাবাদে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যকে পর্যটনের একটি পাওয়ার হাউসে পরিণত করার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে তেলেঙ্গানা সরকার। এই লক্ষ্য পূরণ করার জন্যই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠানে ২০০ কোটি টাকা খরচ করার বরাদ্দ করেছে তেলেঙ্গানা সরকার।
আরও পড়ুন: 'আমার চরিত্র আমার সন্তানের ওপর...', মা হওয়ার পর কেমন চরিত্রে কাজ করবেন দীপিকা?
আরও পড়ুন: 'আমি টাকা দিতে গেলে ও...', পেয়ারা কিনতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতার শিকার প্রিয়াঙ্কা! কী ঘটেছে?
তেলেঙ্গানা সরকারের এই অর্থ বরাদ্দের কথা প্রকাশ্যে আসতেই তার বিরোধিতা করেছেন বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি ওরফে বিআরএস নেতা কেটি রামা রাও। রাজ্য যখন ৭১ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতির সম্মুখীন হয়ে রয়েছে, সেখানে কীভাবে ২০০ কোটি টাকা একটি সৌন্দর্য প্রতিযোগিতায় সরকার খরচ করে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।
রামা রাও বলেন, হায়দরাবাদে যখন ফর্মুলা-ই দৌড়ের জন্য ৪৬ কোটি টাকা ব্যয় করা হয়েছিল, তখন তা নিয়ে হইচই পড়ে যায়। এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ২০০ কোটি টাকা খরচের ধার্য করা হল সরকারের তরফ থেকে, এই বিষয় নিয়ে কেউ কেন কথা বলছে না? ফর্মুলা-ই প্রতিযোগিতায় অর্থ ব্যয় করা যদি ভুল হয় তাহলে কীভাবে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় ২০০ কোটি টাকা ব্যয় করা ভুল হয় না?
আরও পড়ুন: বলিউডকে বাঁচিয়ে রাখার জন্য দর্শকদের কাছে কাতর আবেদন জাভেদ জাফরির! কী বললেন?
আরও পড়ুন: ওড়িশার পালা শেষ, শ্যুটিং শেষে স্থানীয়দের সঙ্গে ছবি তুললেন ‘SSMB29’ তারকারা
প্রসঙ্গত, স্থানীয় কারিগরের কারু শিল্প প্রদর্শন থেকে শুরু করে রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য এবং সঙ্গীত পরিবেশনা করা হবে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগী, আয়োজক এবং মিডিয়ার জন্য থাকবে শহরের আকর্ষণীয় স্থান ভ্রমণ করার সুযোগ।