মিষ্টি সিং আর রেমোর বিয়ে আর দিনকয়েক পরেই। কীভাবে হয়েছিল তাঁদের প্রেমের সূত্রপাত, জানুন-
1/5টলিপাড়ায় এখন বিয়ের মরশুম। চলতি মাসেই চার হাত এক হয়েছে অভিনেত্রী সুদীপ্তা আর সৌম্যর। এবার পালা মিষ্টি সিং-এর। প্রেমিক রেমো-র গলাতে মালা দিতে চলেছেন তিনি ১৮ মে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। তা কীভাবে হয়েছিল প্রেমের সূত্রপাত?
2/5সোশ্যাল মিডিয়ায় দুজনের একান্ত ছবি এতদিন আপলোড করেননি মিষ্টি। তবে গ্রুপ ফোটোতে রেমোকে বহুবার দেখেছে অনুরাগীরা। মিষ্টি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, তাঁরা ছোটবেলা থেকে বন্ধু। একসঙ্গে বড় হয়েছেন। আর প্রেমটা করছেন কিশোরবয়স থেকেই।
3/5মিষ্টির মতে বন্ধুত্বই তাঁর আর রেমোর সম্পর্কের ভিত্তি। আগে যখন ফোন ছিল না তখন একে-অপরকে চিঠি লিখতেন, ই-মেলও পাঠাতেন। ইনস্টায় দিনকয়েক আগে বরের বাদামী চোখের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘ওর এই চোখদুটোরই প্রেমে পড়েছিলাম আমি’।
4/5১৮ মে রেজিস্ট্রি করে বিয়ে হবে মিষ্টি আর রেমোর। হবে মালাবদল আর সিঁদুরদানও। তবে কোনও নিয়মানুষ্ঠান করা হবে না। দুই পরিবারের পক্ষ থেকেই এদিন রাখা হবে পার্টি। টেলিভিনের বহু খ্যাতনামা মুখ হাজির থাকবেন এদিন।
5/5বিয়ের দিন নিয়ম মতো গায়ে হলুদ হলেও দু দিন আগেই ছুটির দিন দেখে হইহই করে হয়ে গিয়েছে মেহেন্দি আর হলদি। এদিন হলুদ লেহেঙ্গা পরেছিলেন ‘আলতা ফড়িং’ অভিনেত্রী, সঙ্গে লাল ওড়না। আর রেমো পরেছিলেন সবুজ রঙের পঞ্জাবি। হলুদ ওভারকোট আর ধুতি।