'জেলায় জেলায় জি বাংলা' পুরো জমজমাট মিঠাই ম্যাজিকে। শনিবার বর্ধমানে হাজির হয়েছিল জি পরিবারের সদস্যরা। নাচে-গানে মঞ্চ মাতালো জি বাংলার প্রিয় তারকারা। প্রতিদিন যে সব তারকাদের টিভির পর্দায় দেখে আম জনতা, তাদের কাছ থেকে ছুঁয়ে দেখবার সুযোগ! শীতের সন্ধ্যায় জমে উঠেছিল অনুষ্ঠান। পর্ণা-সৃজন, গৌরী-ঈশানরা হাজির ছিল এদিনের অনুষ্ঠানে। পৌঁছেছিল জি বাংলা সারেগামাপা-র সদস্যরাও। তবে নিঃসন্দেহে এদিনের শো'জ স্টপার ছিল মিঠাইরানি!
টুকটুকে লাল লেহেঙ্গায় মন কাড়লেন সৌমিতৃষা। এদিন রিক্সায় চেপে গ্র্যান্ড এন্ট্রি হল ‘মোহিনী’ রূপী মিঠাই রানির। মাধুরীর ‘এক দো তিন’ গানে ঠুমকা লাগালেন সৌমিতৃষা। এরপর দেবশ্রীর আইকনিক ‘আমি কলকাতার রসগোল্লা’ গানে নাচলেন বাংলা টেলিভিশনের এই মিষ্টি নায়িকা। সেই নাচের ঝলক নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করেছেন খোদ অভিনেত্রী। অনুরাগীরা তো মন্ত্রমুগ্ধ মিঠাইরানির নাচে। কেউ লিখছেন, ‘উফ ফাটাফাটি!’ আবার কেউ লিখেছেন, ‘ডান্সিং কুইন.. শুধু রসগোল্লা কেন তুমি আমাদের সবরকমের মিষ্টি..’।
এদিন সৌমিতৃষার পাশাপাশি মিঠাই পরিবারের তরফে মঞ্চে পারফর্ম করলেন ‘সোম’ ধ্রুব এবং ‘তোর্সা’ তন্বী লাহা রায়। ম্যাচিং পোশাকে এদিন মঞ্চ কাঁপালেন মিঠাইয়ের বড় জা আর ভাসুর। ‘কালা চমশা’ গানে ফাটিয়ে নাচলেন তিনজনেই। গৌরীর পাশে ঈশান, পর্ণা পাশে সৃজন থাকলেও এদিন মিঠাইয়ের সঙ্গে হাজির ছিলেন না তাঁর উচ্চেবাবু যাতে খানিক হতাশ ভক্তরা।
আরও পড়ুন- ‘আমার সাথে করো…’, জিম থেকে ট্রোলারদের ফ্লায়িং কিস শ্রীলেখার, ভাইরাল ভিডিয়ো
অনুষ্ঠানের ফাঁকে এদিন খুদে ভক্তদের আবদার মেটাতে ভোলেননি সৌমিতৃষা। জমিয়ে ছবি তুললেন তাঁদের সঙ্গে। প্রিয় নায়িকার সঙ্গে পোজ দিয়ে বেজায় খুশি মিঠাই অনুরাগীরা।
আপতত মিঠাইয়ের গল্পে আসছে একের পর এক চমক। সোম-তোর্সা-সঙ্গীতার ত্রিকোণ প্রেমের ট্র্যাক জমে উঠেছে। অন্যদিকে মিঠাইয়ের খুনীকে খুঁজে বার করতে বদ্ধপরিকর সিদ্ধার্থ। পাশাপাশি গল্পে শীঘ্রই মিঠাই ফিরবে তেমন ইঙ্গিত দিয়েছেন খোদ সৌমিতৃষা। এই মুহূর্তে জি বাংলার সবচেয়ে পুরোনো ধারাবাহিক মিঠাই। চলতি সপ্তাহেই দু-বছর পূর্ণ করেছে এই মেগা।
আরও পড়ুন-প্রেমে মজেছেন প্রসেনজিৎ পুত্র? জন্মদিনে বিশেষ মানুষের ছবি সামনে আনলেন তৃষাণজিৎ!
গত বছরের শেষে স্লট বদল হলেও এখনও দর্শক মনে মিঠাই কিন্তু রাজ করে চলেছে সমানতালেই। নতুন স্লটে গিয়েও লিডার ‘মিঠাই’। টিআরপির লড়াইয়ে এঁটে উঠতে পারছে না ‘নবাব নন্দিনী’।