প্রেমে পড়েছেন ‘মিঠাইরানি’! সৌমিতৃষা কুণ্ডুর সোশ্যাল মিডিয়া পোস্ট অন্তত তেমনটাই বলছে। প্রেমজীবন নিয়ে যদিও কোনওদিনই সেভাবে মুখ খুলতে চাননা সৌমিতৃষা। তবে এবার সেই তিনিই সোশ্যাল মিডিয়ায় প্রেমের ইস্তেহার করলেন। এখন সৌমিতৃষার স্টেটাস জুড়ে রয়েছেন শুধুই সেই ব্যক্তি। কিন্তু কে তিনি?
যাঁরা নিয়মিত অলিম্পিকসে নজর রাখছেন, তাঁরা অন্তত সৌমিতৃষার এই ভালোবাসার মানুষকে চিনে ফেলবেন। ইনি আর কেউ নন ইতালীয় সাঁতারু থমাস চেকন (Thomas Ceccon)। ইতালির সুদর্শন এই সাঁতারু চলতি প্যারিস অলিম্পিকসে (Olympic Games Paris 2024) সোনা জিতেছেন। আর তাই তিনিই এবার 'মিঠাইরানি'র মন জয় করে নিয়েছেন।
থমাস চেকন (Thomas Ceccon)-এর অবশ্য মহিলা অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। সেই দলে নাম লিখিয়েছেন সৌমিতৃষাও। প্রেমের বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর তার সঙ্গে লাভ ইমোজি দেখেই স্পষ্ট যে তিনি তাঁর প্রেমে পড়েছেন। তবে 'মিঠাইরানি'র প্রেমের বার্তা কি সত্যিই ইতালিয় সাঁতারুর কাছে পৌঁছবে নাকি তাঁর ইনস্টাগ্রাম স্ট্যাটাস হয়েই থেকে যাবে? এর উত্তর অবশ্য 'সৌমি'রও জানা নেই।
আরও পড়ুন-৬-৭ বছরের অপেক্ষা! অবশেষে মেয়ের জন্য বাঙালি সুজয় ঘোষের হাত ধরে ইচ্ছে পূরণ করছেন শাহরুখ
এদিকে কাজের ক্ষেত্রে ১২ অগস্ট সোমবার 'হইচই'তে মুক্তি পাচ্ছে সৌমিতৃষা অভিনীত দেবের ছবি ‘প্রধান’। এই ছবির হাত ধরেই বড় পর্দায় পা রেখেছিলেন সৌমিতৃষা। আর এবার সেই ছবিই আসছে OTT-তে। এছাড়াও সৌরভ দাসের সঙ্গে একটা নতুন ছবির শ্য়ুটিংও শেষ করেছেন অভিনেত্রী।
তবে সৌমিতৃষা-জনপ্রিয়তা পেয়েছেন ছোটপর্দার হাত ধরেই। 'মিঠাই' সিরিয়ালের হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছন তিনি। তবে আপাতত বড়পর্দাতেই মন দিতে চান 'সৌমি'। তবে ভালো চিত্রনাট্য ও চরিত্র পেলে ছোটপর্দাতেও ফিরতে রাজি তিনি।