বাংলা নিউজ > বায়োস্কোপ > কাগের ঠ্যাং বগের ঠ্যাং! ‘মিঠাই’-এর আদৃতের হাতের লেখা দেখে নাকি অজ্ঞান হচ্ছে লোক

কাগের ঠ্যাং বগের ঠ্যাং! ‘মিঠাই’-এর আদৃতের হাতের লেখা দেখে নাকি অজ্ঞান হচ্ছে লোক

আদৃতের বাংলা হাতের লেখা নিয়ে হচ্ছে কটাক্ষ। 

ধারাবাহিকের একটা জায়গায় সিদ্ধার্থকে লিখতে দেখা গিয়েছে। আপাতত তা নিয়ে যত খিল্লি আর কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন আপনিও। 

আপাতত দর্শকদের জোর চর্চায় আছেন আদৃত রায় আর সৌমিতৃষা কুণ্ডু। শুধু যে মিঠাই ধারাবাহিকের কারণে তা নয়, বরং তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও চলতে থাকে কাঁটাছেড়া হামেশাই। এমনকী আজকাল তো সৌমিতৃষার ভক্তরা আদৃতকে, আবার আদৃতের ভক্তরা সৌমিকে ট্রোল করার সুযোগ পেলে ছাড়েন না।

এবার হাতের লেখার জন্য ট্রোলড উচ্ছেবাবু। আপাতত ধারাবাহিকে দেখানো হচ্ছে মা হতে চলেছে মিঠাই। আর বউয়ের সবরকম যত্ন নিতে উঠেপড়ে লেগেছে সিড। কখন মিঠাই কী হবে, কী করবে সবটা দেখার দায়িত্ব নিজের কাঁধেই তুবে নিয়েছে। আর তাই তো ডাক্তার যা যা বলছে সবটা বংলায় লিখে রাখছেন যাতে মিঠাই নিজে পড়ে সবটা বুঝতে পারে। আসলে ওর বউয়ের ‘ইঞ্জিরি’টা একটু দূর্বল কি না!

ধারাবাহিকের একটি দৃশ্যে আদৃতকে দেখা গিয়েছে গোটা গোটা অক্ষরে বাংলায লিখতে। কিন্তু তাঁর হাতের লেখা দেখেই নাক কুঁচকেছেন অনেকে। এক নেট-নাগরিক লিখেছেন, ‘এতদিন শুধু নিজের হাতের লেখা খারাপ ভাবতাম। এখন এটা দেখার পর মনে হচ্ছে না আমার মতো আরও অনেকে আছে।’ একজন তাতে আবার কমেন্ট করেছেন, ‘কাগের ঠ্যাং বগের ঠ্যাং লেখা মনে হয় এটাকেই বলে’!

আদৃতের বাংলা হাতের লেখা নিয়ে ট্রোল।
আদৃতের বাংলা হাতের লেখা নিয়ে ট্রোল।

কেউ কেউ এটাকে মজার ছলে নিলেও কটাক্ষ করার সুযোগ ছাড়েনি একাংশ। একজন যেমন বলেছেন, ‘বাংলা সিনেমা-সিরিয়ালে কাজ করেও এমন হাতের লেখা। সত্যি লজ্জা পাওয়া উচিত।’

প্রসঙ্গত, ১৪ নভেম্বর থেকে মিঠাই চলে যাবে সন্ধে ৬টায়। সেই জায়গায় আসবে পল্লবী শর্মা আর রুবেল দাসের ‘নিম ফুলের মধু’। আর বর্তমানে ৬টায় দেখানো পিলু বন্ধ হয়ে যাবে।

বায়োস্কোপ খবর

Latest News

ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.