
প্রথমস্থান দখলে রাখল ‘মিঠাই’, TRP তালিকায় সেরা ১০ নেই ‘মোহর’!
১ মিনিটে পড়ুন . Updated: 10 Apr 2021, 06:43 PM IST- প্রথম ও দ্বিতীয় স্থান দখলে রাখল ‘মিঠাই’ ও ‘কৃষ্ণকলি’। ফের একবার তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল ‘সৌগুন’ জুটিকে।
চলতি সপ্তাহ থেকে সময় বদলে গিয়েছে মোহর ধারাবাহিকের। এখন দুপুরে সম্প্রচারিত হচ্ছে এক সময়ে টিআরপি তালিকায় টানা সেরার জায়গা দখলে রাখা মোহর। মোহদীপ-এর জায়গা এখন দখল করে নিয়েছে বিরোধী চ্যানেলের ‘মিঠাই’। রাত ৮টার এই স্লট লিডার এ সপ্তাহে ফের ‘কৃষ্ণকলি’কে হারিয়ে পয়লা নম্বরে উঠে এসেছে। এই সপ্তাহে মিঠাইয়ের সংগ্রহে ১০.৫ পয়েন্ট, অন্যদিকে ৯.০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ‘কৃষ্ণকলি’। সোশ্যাল মিডিয়ায় এখন ‘জাস্টিস ফর মোহর’-এর ডাক, তবে বছরের ১৩ নম্বর সপ্তাহের (গত সপ্তাহ) টিআরপি তালিকা বলছে খুব একটা ভুল ছিল না চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত। কারণ রাত ৮টার স্লটে সম্প্রচারের শেষ সপ্তাহে ‘মোহর’ সেরা দশের তালিকাতেই নিজের জায়গা ধরে রাখতে পারল না।
টিআরপি তালিকায় তৃতীয় স্থান ধরে রাখল সৌগুন জুটি, ৯.০ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে স্টার জলসার এই ধারাবাহিক, সঙ্গে চ্যানেল টপারও বটে। অন্যদিকে ফের একবার ভালো পারফরম্যান্স ‘অপরাজিতা অপু’ ও ‘যমুনা ঢাকি’-র। দুই সিরিয়াল যথাক্রমে ৮.৬ এবং ৮.৪ পয়েন্ট নিয়ে থাকল চতুর্থ ও পঞ্চমস্থানে। ৬.১ পয়েন্টের সঙ্গে ১১ নম্বর স্থানে নেমে গিয়েছে মোহর।
এক নজরে দেখে নিন তালিকা-