আদৃতের গায়ে এখনও 'নতুন বর'-এর গন্ধ লেগে আছে। কৌশাম্বির সঙ্গে ঘর বেঁধেছেন, এখনও একমাসও হয়নি। তারই মাঝে আজ, ২৫ মে আদৃতের জন্মদিন। জীবনের এই বিশেষ দিনের উদযাপনে অনুরাগীদের পাশে পেতে চান, সেকথা জানিয়ে মধুচন্দ্রিমাযাপনের সময়ই লিখেছিলেন খোলা চিঠি। জানিয়েছিলেন দেখা করবেন…।
সেই মতোই সকালের কাছে হাজির হলেন 'নতুন বর' আদৃত। স্থান সেই ভারতলক্ষ্মী স্টুডিয়ো, ঠিক যেখানে চলত 'মিঠাই'-এর শ্যুটিং। মিঠাই'-এর শেষ দিনের শ্যুটিংয়েও সেখানেই হাজির হয়েছিলেন অনুরাগীরা। এবারও তেমনটাই ঘটল। উপচে পড়ল ভিড়। সকলেই তখন তাঁদের প্রিয় 'উচ্ছেবাবু'র সঙ্গে একটিবার হাত মেলানোর জন্য উদগ্রীব। কেউ বা আবার অটোগ্রাফের জন্য ডায়েরি বাড়িয়ে দিচ্ছিলেন। কেউবা ফুলের তোড়া বাড়িয়ে দিলেন। কেউ আবার সেলফি তুলতে চেয়ে এগিয়ে এলেন।


সেখানে তখন অগণিত মহিলা অনুরাগীর ভিড়। সকলের সঙ্গে আদৃতও নিজের ক্যামেরায় সেলফি তুললেন। অনুরাগীদের আনা একাধিক কেক কাটলেন আদৃত, তারপর সেটা অনুরাগীদের নিজের হাতে খাইয়েও দিলেন। এদিন আদৃত যদিও আগে থেকে উপহার আনতে বারণ করেছিলেন, তারপরেও কে শোনা কার কথা! তাই জন্মদিনে আদৃতের জন্য হাজির ছিল একাধিক উপহার। তবে শুধু অল্পবয়সীরা নয়, আদৃতের সঙ্গে দেখা করতে এসেছিলেন অনেক বয়োজ্যেষ্ঠ অনুরাগীও। তাঁদের থেকে আশীর্বাদ কুড়োলেন অভিনেতা।
প্রসঙ্গত, গত ২৩ মে বৃহস্পতিবার নিজের জীবনের বিশেষদিন উদযাপনের জন্য সমস্ত অনুরাগীকে আমন্ত্রণ জানান আদৃত। তিনি অবশ্য তখন 'নতুন বউ' কৌশাম্বির সঙ্গে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন। তারপরেও সোশ্যাল মিডিয়ার পাতায় অনুরাগীদের পরিবার সম্বোধন করে লেখেন, 'আমার এই বৃহত্তর পরিবারের সকলে জানাতে চাই যে, যেমনটা আমি কথা দিয়ে ছিলাম, সেই মতোই আমি আগামী ২৫ মে, শনিবার শ্রী ভারতলক্ষ্মীতে বেলা ১:৩০ থেকে ২:৩০ পর্যন্ত উপস্থিত থাকব। যারা আমার সঙ্গে দেখা করতে চান আসবেন। আমি আপনাদের সকলের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম। কিন্তু অনুগ্রহ করে কেউ উপহার আনবেন না। এটা আমার অনুরোধ।'
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে মুম্বইতে অভিনয় নিয়ে পড়াশোনার পর কলকাতায় ফেরেন আদৃত। অভিনয়ে পা রেখেছিলেন সিনেমার হাত ধরেই। অভিমন্যু মুখোপাধ্যায়ের 'নূর জাহান' ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখেন। পরে রাজ চক্রবর্তীর 'প্রেম আমার ২', 'পরিণীতা', 'পাসওয়ার্ড'-সহ বহু ছবিতে কাজ করেছেন আদৃত। তবে জি বাংলার 'মিঠাই' ধারাবাহিকের হাত ধরেই তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছোন। তিনি তাই অনুরাগীদের কাছে এখনও তাঁদের পছন্দের 'উচ্ছেবাবু'।
যদিও খুব শীঘ্রই বড়পর্দায় কামব্যাক করছেন আদৃত। SVF-এর 'পাগল প্রেমী' ছবিতে দেখা যাবে তাঁকে।