এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। ‘মিঠাই’ ধারাবাহিকের নিপাকে ভালোবাসে না এমন মিঠাই-ভক্ত মেলা বড্ড মুশকিল। ছোট বয়স থেকেই টেলিপাড়ার পরিচিত নাম ঐন্দ্রিলা। ডান্স বাংলা ডান্স জুনিয়ার দিয়ে শুরু হয়েছিল ঐন্দ্রিলার সফর। মোদক পরিবারের আদরের ছোট মেয়ে সদ্যই বিয়ে করেছেন তাঁর মনের মানুষ রুদ্রদাকে। এর আগে বহুবার নিপার বিয়ে হতে হতে শেষ পর্যন্ত হয়নি। তবে এবার আর কোনও বাধা নয়, একদম পালিয়ে গিয়ে বিয়ে সেরে ফেলেছেন নিপা-রুদ্র।
তবে পর্দায় যখন নিপার প্রেম পরিণতি পাচ্ছে, তখন এল ঐন্দ্রিলার মন ভাঙার খবর। ক্লাস টেন থেকে প্রেম সম্পর্কে জড়িত ছিলেন ঐন্দ্রিলা। তাঁর দীর্ঘদিনের প্রেম ভেঙে গেল। দেবীপক্ষ সিরিয়ালের শ্যুটিং চলাকালীন প্রেমে পড়েছিলেন ঐন্দ্রিলা, তাঁর প্রেমিক ছিলেন ক্যামেরার পিছনের মানুষ। তবে স্নেহাশীষ হালদারের সঙ্গে প্রেম ভেঙেছে নিপা ওরফে ঐন্দ্রিলার।
এই প্রসঙ্গে ঐন্দ্রিলা জানিয়েছেন, 'আমি ভীষণ খুশি খুশি ভাবে একা।’ হ্যাঁ, নিজের সিঙ্গলহুড চুটিয়ে এনজয় করছেন অভিনেত্রী। দুজনের সম্পর্কে পরিবারের সায় ছিল, একটা সময় সেই মানুষটির ছবিতে নিজের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল মুড়ে রেখেছিলেন ঐন্দ্রিলা। এখন সবই অতীত!
কেন ভাঙল প্রেম? বিয়ের শ্যুটের দিন স্নাতক স্তরের শেষ পরীক্ষা দিয়েছেন ঐন্দ্রিলা। পর্দার বিয়েতে ১০০ শতাংশ নম্বর নিয়ে পাশ তিনি। অনুরাগীরা বেজায় খুশি ‘রুদ্র-নিপা’র বিয়ে দেখে। কিন্তু বাস্তবের প্র্যাক্টিক্যাল পরীক্ষায় যে পিছিয়ে যাবেন, এ কথা বোধহয় বুঝতে পারেননি নায়িকাও।
কেন প্রেম ভাঙল? ঐন্দ্রিলায় সাফ জবাব,‘সম্পর্কে বোঝাপড়া কমে আসছিল। তাই বাধ্য হয়ে সরে এসেছি।' রুদ্রদার সঙ্গে জমাটি অনস্ক্রিন রসায়ন কি কোনওভাবে সম্পর্কে প্রভাব ফেলেছিল? নায়িকা বললেন, ‘এর সঙ্গে কোনও ভাবেই ফাহিম জড়িত নন। পর্দার ‘রুদ্র’দা বাস্তবেও আমার দাদা।’ আপতত কেরিয়ারেই মন দিতে চান ঐন্দ্রিলা। ব্যক্তিগত জীবনের এই ছোট্ট ধাক্কা অনেকটাই সামলে উঠেছেন তিনি, সেই আত্মবিশ্বাস ধরা পড়ল তাঁর কথায়।